Back

ⓘ ক্যালড্রন পর্বত
ক্যালড্রন পর্বত
                                     

ⓘ ক্যালড্রন পর্বত

ক্যালড্রন পর্বত কানাডার আলবার্টা প্রদেশের ব্যানফ জাতীয় উদ্যানে অবস্থিত অয়াপুটিক পর্বত সারির একটি পর্বত। এটি সমুদ্র পৃষ্ঠ হতে ২,৯১১ মিটার উচ্চতায় অবস্থিত। পর্বতচুড়াটির নাম ৩ কিলোমিটার দূরে অবস্থিত ক্যালড্রন হ্রদের নামানুসারে রাখা হয়েছে। পিটো হ্রদের তীর হতে পর্বতচূড়াটি ভালভাবে দেখা যায়।

                                     

1. ভূতত্ত্ব

ব্যানফ জাতীয় উদ্যানের অন্যান্য পর্বতের মত ক্যালড্রন চূড়া মূলত প্রাক-ক্যাম্ব্রিয়ান থেকে জুরাসিক যুগের পাললিক শিলায় গঠিত। ল্যরামাইড অরোজেনির মত ভূতাত্ত্বিক ঘটনা চলাকালীন সময়ে অগভীর সমুদ্রের পাললিক শিলা ধাক্কা দিয়ে আরো পূর্ব দিকের অপেক্ষাকৃত নবীন শিলার উপর ঠেলে দিলে এপর্বতগুলির সৃষ্টি হয়।

                                     

2. জলবায়ু

কোপেনের জলবায়ু শ্রেনীবিভাগ অনুযায়ী ক্যালড্রন চূড়া, উত্তর মেরুর ঠিক দক্ষিণে অবস্থিত ঠান্ডা, তুষারাবৃত শীত মৌসুম এবং মৃদু গ্রীষ্মকালীন জলবায়ু অঞ্চলে অবস্থিত। এখানে তাপমাত্রা সাধারণত -২০° এবং শীতল বায়ূ প্রবাহ থাকলে -৩০° সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। ক্যালড্রন পর্বতচূড়ার বারিপাতে জমা পানি নেমে এসে উত্তর সাসক্যাচুয়ান নদীর উপনদী মিস্টায়া নদীর মাধ্যমে নিষ্কাশিত হয়।