Back

ⓘ ওয়ার্লপুল নদী
ওয়ার্লপুল নদী
                                     

ⓘ ওয়ার্লপুল নদী

ওয়ার্লপুল নদী কানাডার আলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানে অবস্থিত, কানাডিয় রকি পর্বতমালার মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট নদী। নদীটির উৎস আথাবাস্কা গিরিপথে এবং মোহনা আথাবাস্কা নদীতে। ১৮৫৯ সালে স্যার জেমস হেক্টর এই নদীর নামকরণ করেন। তিনি এই নদীর স্রোতে প্রচুর জলাবর্ত থাকার কথা তার নথীতে উল্লেখ করেছিলেন। নদীটি আলবার্টা রকি অঞ্চলের মধ্যে আথাবাস্কা নদীর থাকা প্রাথমিক উপনদী গুলির একটি।

                                     

1. প্রবাহ

ওয়ার্লপুল নদীর উৎপত্তি আথাবাস্কা গিরিপথে, হুকার বরফক্ষেত্র ও ব্রাউন পর্বতের বরফক্ষেত্রের বারিপাত ও গলিত বরফ এই নদীর প্রবাহের মূল উৎস। এটি আলবার্টা মহাসড়ক ৯৩এ-এর নীচ দিয়ে অতিক্রমের আগে উৎস হতে উত্তর দিকে প্রবাহিত হয়েছে, এই প্রবাহে মধ্য ওয়ার্লপুল নদীর মোহনা যুক্ত আছে। মহাসড়ক অতিক্রমেপর এটি জেসপার নগরের দক্ষিণে আথাবাস্কা নদীর সাথে মিশেছে। আথাবাস্কা নদীতে পতিত হওয়ার আগ পর্যন্ত এই নদীটি মোএব হ্রদ সড়কের সমান্তলারে প্রবাহিত হয়েছে।