Back

ⓘ বিষয়শ্রেণী:আথাবাস্কা নদীর উপনদী
                                               

এস্টোরিয়া নদী

এস্টোরিয়া নদী কানাডার আলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানে কানাডিও রকি পর্বতমালার অন্তর্গত নদী। নদীটির উৎপত্তি টনকুইন উপত্যকায়, এবং এর মোহনা আথাবাস্কা নদীতে। এটি আথাবাস্কা নদীর অন্যতম উপনদী। ব্যবসায়ী জন জ্যাকব এস্টোরের নামে এই নদীর নামকরণ করা হয়। প্রবাহপথে নদীটির গুটিকয়েক উপনদী আছে।

                                               

ওয়ার্লপুল নদী

ওয়ার্লপুল নদী কানাডার আলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানে অবস্থিত, কানাডিয় রকি পর্বতমালার মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট নদী। নদীটির উৎস আথাবাস্কা গিরিপথে এবং মোহনা আথাবাস্কা নদীতে। ১৮৫৯ সালে স্যার জেমস হেক্টর এই নদীর নামকরণ করেন। তিনি এই নদীর স্রোতে প্রচুর জলাবর্ত থাকার কথা তার নথীতে উল্লেখ করেছিলেন। নদীটি আলবার্টা রকি অঞ্চলের মধ্যে আথাবাস্কা নদীর থাকা প্রাথমিক উপনদী গুলির একটি।

                                               

চাবা নদী

চাবা নদী কানাডার ব্রিটিশ কলাম্বিয়া ও আলবার্টা প্রদেশের সীমান্তে অবস্থিত একটি ছোট নদী। কানাডীয় রকি পর্বতমালার চাবা বরফক্ষেত্র হতে উৎপন্ন নদীটি আথাবাস্কা নদীতে মিশেছে। দৈর্ঘ্যে ছোট নদীটির মূল যাত্রাপথের বেশীরভাগ অংশ আলবার্টা প্রদেশের অন্তর্গত। ভূতত্ত্ববিদ এ পি কোলম্যান এই নদীর নামকরণ করেন।

                                               

ফিডল নদী

ফিডল নদী কানাডার আলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানে অবস্থিত একটি নদী। নদীটির উৎপত্তি ফিডল গিরিপথে এবং মোহনা আথাবাস্কা নদীতে। এটি আথাবাস্কা নদীর একটি মাঝারি দৈর্ঘ্যের উপনদী। আথাবাস্কায় পতনের পূর্বে ফিডল নদীর কতিপয় শাখা নদী আছে।

                                               

ফ্রিম্যান নদী

দ্য ফ্রিম্যান নদী কানাডার আলবার্টা প্রদেশের পশ্চিম-মধ্য অঞ্চলের একটি ছোট নদী। নদীটি আলবার্টার বিগ লেকস কাউন্টিতে উৎপন্ন হয়ে আথাবাস্কা নদীতে মিশেছে। নদীটি উত্তর আলবার্টা অঞ্চলে আথাবাস্কা নদীর প্রথম উপনদী। ১৮০০ শতকে পশম ব্যবসায়ী প্রতিষ্ঠান হাডসন বে কোম্পানি অথবা নর্থ ওয়েস্ট কোম্পানিতে চাকুরী করা ফ্রিম্যানের নামে নামকরণ করা হয়েছে,যিনি চাকুরী ছেড়ে এ অঞ্চলে প্রাণী শিকার ও বধ করতেন।

                                               

মিয়েট নদী

মিয়েট নদী কানাডার আলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানের ভিতরে কানাডিয় রকি পর্বতমালার অন্তর্গত নদী। জেসপার জাতীয় উদ্যানের অন্যান্য অনেক ভৌগোলিক প্রপঞ্চের নামের মত মিয়েট নদীর নাম ক্রী ভাষা হতে উদ্ভুত, যার অর্থ বড় শিং ওয়ালা ভেড়া। নদীটির উৎপত্তি মিয়েট গিরিপথে, এবং মোহনা আথাবাস্কা নদীতে। এটি আথাবাস্কা নদীর অন্যতম উপনদী। প্রবাহপথে নদীটির গুটিকয়েক উপনদী আছে।

                                               

ম্যালাইন নদী

ম্যালাইন নদী কানাডিয় রকি পর্বতমালার মধ্য দিয়ে প্রবাহিত একটি মাঝারি দৈর্ঘ্যের নদী। নদীটির কানাডার আলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানের মধ্যে উৎপত্তি, প্রবাহ ও সমাপ্তি ঘটেছে। ম্যালাইন নদীর নাম ফরাসি শব্দ ম্যালিগন্যান্ট হতে উদ্ভূত, যার অর্থ দুষ্ট। ধারণা করা হয়, বেলজীয় ধর্মজাযক পিটার জান ডি স্মেট, আথাবাস্কা নদীর মূলস্রোতের সাথে মিলিত হওয়ার আগে এই নদীর স্রোত দেখে এই নাম দিয়েছিলেন। ম্যালাইন নদীর প্রবাহপথে দুইটি বড় হ্রদ আছে।নদীটি আথাবাস্কা নদীর অন্যতম বড় উপনদী।

                                               

স্নারিং নদী

স্নারিং নদী কানাডিয় রকি পর্বতমালার মধ্য দিয়ে প্রবাহিত একটি মাঝারি দৈর্ঘ্যের নদী। নদীটির কানাডার আলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানের মধ্যে উৎপত্তি, প্রবাহ ও সমাপ্তি ঘটেছে। স্নারিং নদীর নাম ফার্স্ট ন্যাশন রেড ইন্ডিয়ানদের একটি প্রাক্তন গোত্রের নামে নামকরণ করা হয়েছে, যারা খনন করে বসবাস এবং ফাঁদ পেতে শিকার ধরে।নদীটির উৎপত্তি কর্নেল পাসে এবং মোহনা আথাবাস্কা নদীতে। এটি আথাবাস্কা নদীর অন্যতম বড় উপনদী।

                                               

স্নেক ইন্ডিয়ান নদী

স্নেক ইন্ডিয়ান নদী কানাডার আলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানে অবস্থিত একটি নদী। স্নেক ইন্ডিয়ান উপজাতিদের নামানুসারে এই নদীর নামকরণ করা হয়। ১১৫ কিলোমিটার দৈর্ঘ্যের নদীটি জেসপার জাতীয় উদ্যানের মধ্যে উৎপত্তি, প্রবাহ ও সমাপ্তি ঘটেছে। এর উৎপত্তি স্নেক ইন্ডিয়ান গিরিপথে এবং মোহনা আথাবাস্কা নদীতে। এটি কানাডিও রকি অঞ্চলে আথাবাস্কা নদীর বড় উপনদী। আথাবাস্কায় পতনের পূর্বে স্নেক ইন্ডিয়ান নদীর কতিপয় শাখা নদী আছে।

                                     

ⓘ আথাবাস্কা নদীর উপনদী

  • অন তর গত নদ নদ ট আথ ব স ক হ মব হ র একট প র ন ত ব ট রম ন স হত উদ ভ ত হয ব হৎ আথ ব স ক নদ ত ম শ ছ এট আথ ব স ক নদ র অন যতম উপনদ য ত র পথ নদ ট র
  • কর ছ ল ন নদ ট আলব র ট রক অঞ চল র মধ য আথ ব স ক নদ র থ ক প র থম ক উপনদ গ ল র একট ওয র লপ ল নদ র উৎপত ত আথ ব স ক গ র পথ হ ক র বরফক ষ ত র ও ব র উন
  • ম হন আথ ব স ক নদ ত এট আথ ব স ক নদ র অন যতম উপনদ ব যবস য জন জ য কব এস ট র র ন ম এই নদ র ন মকরণ কর হয প রব হপথ নদ ট র গ ট কয ক উপনদ আছ
  • ম য ট নদ র ন ম ক র ভ ষ হত উদ ভ ত, য র অর থ বড শ ওয ল ভ ড নদ ট র উৎপত ত ম য ট গ র পথ এব ম হন আথ ব স ক নদ ত এট আথ ব স ক নদ র অন যতম
  • হ রদ আছ য ট আথ ব স ক নদ র উপনদ ওয র লপ ল নদ র ম ল প ন প রব হ য গ ন দ য এছ ড ও কল ম ব য নদ র দক ষ ণ দ ক দ য প রব হ ত উপনদ প য স ফ ক ক র ক
  • প রব হ ত আথ ব স ক নদ র অন যতম উপনদ চ ব নদ র উৎপত ত চ ব বরফক ষ ত র হত চ ব বরফক ষ ত র র চ ব ল স ন ও স ন ড য ল চ ড হত আগত গল ত বরফ এই নদ র ম ল
  • ধর নদ ট র উৎপত ত কর ন ল প স এব ম হন আথ ব স ক নদ ত এট আথ ব স ক নদ র অন যতম বড উপনদ স ন র নদ র উৎপত ত জ সপ র জ ত য উদ য ন র উত তর - পশ চ ম