Back

ⓘ ব্রিটিশ ভারতের এজেন্সিসমূহ
ব্রিটিশ ভারতের এজেন্সিসমূহ
                                     

ⓘ ব্রিটিশ ভারতের এজেন্সিসমূহ

ব্রিটিশ ভারতে অবস্থিত এজেন্সি গুলি ছিল মূলত আভ্যন্তরীণ স্বায়ত্তশাসিত বা অর্ধ-স্বায়ত্তশাসিত একক। এই এককগুলির বাহ্যিক বিষয়বস্তু ও বৈদেশিক সম্পর্ক মূলত ভারতের গভর্নর-জেনারেল দ্বারা নিয়ন্ত্রিত হত। এই এজেন্সিগুলির মধ্যে ছিল মূলত দুই ধরনের অঞ্চল, একটি হলো দেশীয় রাজ্য যা ছিল পুরোপুরিভাবে স্বায়ত্তশাসিত এবং স্বয়ং প্রধান রাজ্য এবং যেখানে ব্রিটিশদের দূত হিসেবে একজন কার্যকরী ভাইসরয় নিযুক্ত হতেন। আবার আরেকটি ছিল উপজাতি অধ্যুষিত অঞ্চল যেখানে স্বায়ত্তশাসন না থাকার ফলে তার ব্রিটিশ সাম্রাজ্যেরই অংশ থাকার সাথে সাথে সমস্ত আইন শৃঙ্খলা পুরোপুরি ভাবে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হত। আরক্ষিত অঞ্চল অথবা দেশীয় রাজ্যগুলির ব্রিটিশ দূত বা এজেন্ট মূলত ওই অঞ্চলের বাইরেই বসবাস করতেন এবং ওই অঞ্চল রাজ্যের বাসিন্দা হতেন না। তবে ব্রিটিশ জেলাগুলির ক্ষেত্রে এই নিয়ম ছিল উল্টো প্রতিটি জেলা সমাহর্তা ঐ জেলাতেই বসবাস করে নিজের কার্যনির্বাহক করতেন।

এইসকল এজেন্সিগুলোর ক্ষেত্রে অসামরিক এবং অপরাধমূলক ন্যায়বিচার সাধারণত স্থানীয়ভাবে তৈরী আইনের ভিত্তিতে প্রতিপালিত হত। ব্রিটিশশাসিত প্রদেশগুলির মতো এখানে ভারতীয় দণ্ড বিধি বলবৎ হতো না।

                                     

1. এজেন্সির তালিকা

ব্রিটিশ ভারতের ইতিহাসে এজেন্সিগুলো রাজনৈতিক সুবিধার্থে গঠন, একীভূতকরণ বা বিলুপ্তির ঘটনা বিরল নয়৷ এজেন্সিগুলি ছিলো:

 • গিলগিট এজেন্সি ১৮৮৯
 • বুন্দেলখণ্ড এজেন্সি ১৮১১
 • ভোপাবর এজেন্সি ১৮৮২ / ১৯২৫ মালব এজেন্সির সাথে একত্রিত হয়ে মালব ভোপওয়াড় এজেন্সি গঠন
 • মাদ্রাজ রাজ্য এজেন্সি ১৯৩০
 • বিকানীর এজেন্সি রাজপুতানা এজেন্সির অন্তর্গত
 • দিল্লি এজেন্সি
 • ভোপাল এজেন্সি ১৮১৮ / ১৯৪৭-০৮-১৫
 • বরোদা এজেন্সি
 • ১৮৯৫ / ১৯২৫ ভোপওয়াড় এজেন্সির সাথে একত্রিত হয়ে মালব ভোপওয়াড় এজেন্সি গঠন
 • কোলাবা এজেন্সি
 • আলোয়ার এজেন্সি রাজপুতানা এজেন্সির অন্তর্গত
 • ছত্রিশগড় এজেন্সি
 • হাড়াউতি-টঙ্ক এজেন্সি রাজপুতানা এজেন্সির অন্তর্গত
 • মধ্য ভারত এজেন্সি ১৮৫৪
 • বাঘেলখণ্ড এজেন্সি মার্চ ১৮৭১ / ১৯৩৩
 • ১৯৩৪ / ১৯৪৭
 • বেলুচিস্তান এজেন্সি
 • বনাসকাণ্ঠা এজেন্সি
 • বরোদা এবং গুজরাট এজেন্সি
 • বরোদা, পশ্চিমা রাজ্য এবং গুজরাট এজেন্সি
 • গঞ্জাম পার্বত্য এজেন্সি মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত
 • বাংলা রাজ্য এজেন্সি
 • মালব এজেন্সি
 • দাক্ষিণাত্য রাজ্য এজেন্সি ১৯৩০
 • পূর্বাঞ্চলীয় রাজ্য এজেন্সি ১৯৩০
 • অ্যাডেন এজেন্সি ১৮৩৯ – ১৮৫৯
 • কোটা-ঝালাওয়াড় এজেন্স রাজপুতানা এজেন্সির অন্তর্গত
 • কোলহাপুর এজেন্সি
 • কাথিয়াবাড় এজেন্সি বম্বে প্রেসিডেন্সি
 • মহীকাণ্ঠা এজেন্সি বম্বে প্রেসিডেন্সি
 • হাড়াউতি এজেন্সি রাজপুতানা এজেন্সির অন্তর্গত
 • কচ্ছ এজেন্সি
 • খইরা এজেন্সি
 • পূর্ব রাজপুতানা রাজ্য এজেন্সি রাজপুতানা এজেন্সির অন্তর্গত
 • মালব এবং দক্ষিণাঞ্চলীয় রাজ্য এজেন্সি ১৯২৭ এ মালব ভোপওয়াড় এজেন্সি থেকে নাম বদল / ১৯৩৪ মালব এজেন্সিতে নাম বদল
 • পাঞ্জাব রাজ্য এজেন্সি ১৯৩০
 • পালনপুর এজেন্সি ১৮১৯ প্রাথমিকভাবে বম্বে প্রেসিডেন্সির অন্তর্গত, ১০ই অক্টোবর ১৯২৪-এ পশ্চিম ভারত রাজ্য এজেন্সির সাথে একীভূতকরণ
 • মালব ভোপওয়াড় এজেন্সি ১৯২৫ / ১৯২৭ মালব এবং দক্ষিণাঞ্চলীয় রাজ্য এজেন্সিতে নাম বদল
 • পুণা এজেন্সি
 • পশ্চিম ভারত রাজ্য এজেন্সি উইসা
 • রাজপুতানা এজেন্সি তিনটি রেসিডেন্সি ও ছয়টি এজেন্সি নিয়ে গঠিত
 • রীবাকাণ্ঠা এজেন্সি বম্বে প্রেসিডেন্সি
 • পশ্চিম রাজপুতানা রাজ্য এজেন্সি রাজপুতানা এজেন্সির অংশ, ১৯০৬ অবধি মেবাড় রেসিডেন্সির অন্তর্গত
 • নাশিক এজেন্সি
 • উত্তর-পশ্চিম সীমান্ত রাজ্য এজেন্সি
 • সুরাট এজেন্সি
 • উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চল নেফা
 • উড়িষ্যা এজেন্সি ১৯০৫
 • পার্বত্য বিশাখাপত্তনম এজেন্সি মাদ্রাজ প্রেসিডেন্সি
 • থানে এজেন্সি
 • শবরকাণ্ঠা এজেন্সি
                                     
 • স থ ব র ট শদ র সম পর ক পর চ ল ত হয ছ ল: ব র ট শ ভ রত র এজ ন স সম হ ব র ট শ ভ রত র র স ড ন স সম হ তব ও, ব র ট শ কর ত পক ষ যখন ক নও র জপর ব র র অভ যন তর ণ

Users also searched:

...