Back

ⓘ মান্দালয় জেলা
মান্দালয় জেলা
                                     

ⓘ মান্দালয় জেলা

মান্দালয় জেলা মধ্য মিয়ানমারের মান্দালয় বিভাগের একটি জেলা। যদিও জেলা দুটি মান্দালয় এবং অমরপুরে নিয়ে গঠিত হয়েছিল, তারপরও অপরিকল্পিত নগরায়নের ফলে আজ মান্দালয় শহর সীমানা নিজ ছেড়ে অমরপুর এবং পাথেইঙ্গীকেও নিজের অন্তর্ভুক্ত করে নিয়েছে। বর্তমানে মান্দালয় জেলা ও মান্দালয় শহর এক হয়ে গেছে।

                                     

1. জনপদ

মান্দালয় জেলা নিম্নলিখিত জনপদ নিয়ে গঠিত।

  • চানমিয়াঠাজি টাউনশিপ
  • মহা অংমি টাউনশিপ
  • ছানায়েথাজান টাউনশিপ
  • অমরপুর টাউনশিপ উপজনপদ
  • অংমিথাজান টাউনশিপ
  • পাইগাইদাগুন টাউনশিপ