Back

ⓘ ইয়োট্টা-
                                     

ⓘ ইয়োট্টা-

ইয়োট্টা হলো মেট্রিক ব্যবস্থায় সবচেয়ে বড় দশভিত্তিক উপসর্গ। ইয়োট্টা ১০ ২৪ সংখ্যক মান বা ১০,০০,০০,০০,০০,০০,০০,০০,০০,০০,০০,০০০ বা এক সেপ্টেলিয়ন প্রকাশ করে। এককের পূর্বে Y উপসর্গ দ্বারা ইয়োট্টাকে প্রকাশ করা হয়। প্রাচীন গ্রিক শব্দ অক্টো থেকে এই উপসর্গের নামের উদ্ভব, যার অর্থ "আট", কেননা ইয়োট্টা ১০০০ ৮ এর সমান। ১৯৯১ সালে এটি আন্তর্জাতিক একক পদ্ধতি কর্তৃক প্রথম দশভিত্তিক উপসর্গ হিসেবে স্বীকৃত হয়।

                                     

1. ব্যবহারের নমুনা

  • সূর্যের সম্পূর্ণ উৎপাদিত শক্তির পরিমাণ প্রায় ৩৮৫ YW ইয়োট্টাওয়াট।
  • এক ইয়োট্টাবাইট YB হলো ডিজিটাল তথ্য বা তথ্য সংরক্ষণ ব্যবস্থার একটি একক, যা এক সেপ্টিলিয়ন বাইট বা ১,০০০ জেট্টাবাইটের সমান। ইয়োবিবাইট YiB হলো সমতুল্য দুইভিত্তিক উপসর্গবিশিষ্ট একক, যার মান ১০২৪ ৮ বাইট বা প্রায় ১.২ সেপ্টিলিয়ন বাইটের সমান।
  • পৃথিবীভর প্রায় ৫৯৭২.৬ Yg ইয়োট্টাগ্রাম।
  • মহাসাগরগুলোভর প্রায় ১.৪ Yg ইয়োট্টাগ্রাম।
  • পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের ব্যাস প্রায় ৮৮০ Ym ইয়োট্টামিটার বলে ধারণা করা হয়।