Back

ⓘ আলী আশরাফ
                                               

উসমানি পরিবার (দেওবন্দ)

দেওবন্দের উসমানি পরিবার হল তৃতীয় রাশিদুন খলিফা উসমান ইবনে আফ্ফানের বংশধর। যারা প্রধাণত ভারতের সাহারানপুর জেলার দেওবন্দ শহরে বসবাস করে। এ পরিবারের উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফজলুর রহমান উসমানি, মাহমুদ হাসান দেওবন্দি, আজিজুর রহমান উসমানি এবং শাব্বির আহমদ উসমানি। এই পরিবারের ফজলুর রহমান উসমানি, নেহাল আহমদ, মেহতাব আলী এবং জুলফিকার আলী দেওবন্দি দারুল উলুম দেওবন্দের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। এই পরিবারের সদস্য আতিকুর রহমান উসমানি নাদওয়াতুল মুসান্নিফীন এবং অল ইন্ডিয়া মুসলিম মজলিস-ই-মুশাওয়ারাতের সহ-প্রতিষ্ঠাতা।

                                     

ⓘ আলী আশরাফ

শাম্মী আক্তার বলতে যাদেরকে বোঝানো হতে পারে;

 • আলী আশরাফ বীর বিক্রম –বীর বিক্রম খেতাব প্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা।
 • আলী আশরাফ বীর প্রতীক –বীর প্রতীক খেতাব প্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা।
 • আলী আশরাফ কুমিল্লার রাজনীতিবিদ –বাংলাদেশী রাজনীতিবিদ ও জাতীয় সংসদের ৯ম ডেপুটি স্পিকার যিনি কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য।
                                     

1. আরও দেখুন

 • সৈয়দ আলী আশরাফ –বাংলাদেশী ইসলামী পণ্ডিত এবং একাডেমিক ছিলেন।
 • আশরাফ আলী খান চৌধুরী, নাটোর জেলার রাজনীতিবিদ, আইনজীবী এবং রাজনীতিবিদ ছিলেন।
 • আশরাফ আলী –পাকিস্তানি ক্রিকেটার।
 • আশরাফ আলী খান খসরু –বাংলাদেশী রাজনীতিবিদ ও প্রতিমন্ত্রী যিনি নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য।
 • মুহম্মদ আশরাফ আলী –বাংলাদেশী রাজনীতিবিদ যিনি তৎকালীন সিলেট-৬ বর্তমান সিলেট-২ আসনের সংসদ সদস্য ছিলেন।
 • আশরাফ আলি খান দ্ব্যর্থ‌তা নিরসন –দ্ব্যর্থ‌তা নিরসন পাতা
 • আশরাফ আলী থানভী –দেওবন্দি ধারার সুফি।
 • মোহাম্মদ আশরাফ আলী খান, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা।