Back

ⓘ মুফাসির-উল-হক
                                     

ⓘ মুফাসির-উল-হক

মুফাসির-উল-হক তৎকালীন ব্রিটিশ ভারতের কারনাল এলাকায় জন্মগ্রহণকারী পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার, প্রশাসক ও আম্পায়ার ছিলেন। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়কালে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে ঢাকা, পূর্ব পাকিস্তান, করাচী, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন তিনি।

                                     

1. প্রথম-শ্রেণীর ক্রিকেট

১৯৬০-৬১ মৌসুম থেকে ১৯৭৫-৭৬ মৌসুম পর্যন্ত মুফাসির-উল-হকের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। বামহাতি উদ্বোধনী বোলার মুফাসির-উল-হক ১৯৬০-৬১ মৌসুম থেকে ১৯৭৫-৭৬ মৌসুম পর্যন্ত পাকিস্তানের মাটিতে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন।

১৯৬১-৬২ মৌসুমে করাচী হোয়াইটসের সদস্যরূপে করাচী গ্রীনসের বিপক্ষে নিজস্ব দ্বিতীয় খেলায় ৪/১৬ লাভ করেন। এটিই পরবর্তীকালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার নিজস্ব সেরা বোলিং পরিসংখ্যানে পরিণত হয়।

                                     

2. আন্তর্জাতিক ক্রিকেট

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন মুফাসির-উল-হক। ১২ ফেব্রুয়ারি, ১৯৬৫ তারিখে ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

১৯৬৪-৬৫ মৌসুমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গমন করেন। তবে, ক্রাইস্টচার্চের ল্যাঙ্কাস্টার পার্কেই তিনি তার একমাত্র টেস্টে অংশ নিতে পেরেছিলেন। রস মরগ্যানকে দুইবার ও বেভান কংডনকে একবার আউট করেন তিনি। এছাড়াও, এগারো নম্বরে ব্যাট হাতে নিয়ে ৮ রানে অপরাজিত ছিলেন।

সব মিলিয়ে ফাস্ট মিডিয়াম বোলিং করে খেলায় ৮৪ রান খরচায় ৩ উইকেট পান। অস্ট্রালেশিয়া সফরে ৪৯.৫৪ গড়ে ১১ উইকেট পেয়েছিলেন তিনি।

                                     

3. অবসর

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণেপর আম্পায়ারিত্বের দিকে ঝুঁকে পড়েন তিনি। খেলা থেকে অবসর গ্রহণের তিন সপ্তাহ পর ১৯৭৫-৭৬ মৌসুমে পাকিস্তানের মাটিতে প্রথম-শ্রেণীর একটি খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন।

২৭ জুলাই, ১৯৮৩ তারিখে মাত্র ৩৮ বছর বয়সে করাচী এলাকায় মুফাসির-উল-হকের দেহাবসান ঘটে। তিন বছর পূর্বে আমির ইলাহি’র মৃত্যুপর দ্বিতীয় পাকিস্তানি টেস্ট ক্রিকেটার হিসেবে মৃত্যুমুখে নিপতিত হন।

                                     
  • 1984 - 1985 Pakistan v New Zealand - 1st Match - Peshawar মনজ র এল হ ম ফ স র - উল - হক প রথম - শ র ণ র ক র ক ট দলসম হ র বর তম ন ত ল ক ইএসপ এনক র কইনফ ত জ ক র
  • Steven ESPNcricinfo স গ রহ র ত র খ জ ল ই ইয স র হ ম দ ম ফ স র - উল - হক এক ট স ট র ব স ময ক র প ক স ত ন ট স ট ক র ক ট রদ র ত ল ক প রথম - শ র ণ র
  • Mohammad Nazir ESPN Cricinfo স গ রহ র ত র খ ম অন ত ও ড স জ ম ফ স র - উল - হক ট স ট ক র ক ট আম প য রদ র ত ল ক প ক স ত ন ট স ট ক র ক ট রদ র ত ল ক
  • 2009 - Score Report ESPNcricinfo.com ESPNcricinfo আস ফ ইকব ল ম ফ স র - উল - হক প ক স ত ন ট স ট ক র ক ট রদ র ত ল ক - এশ য ন ট স ট চ য ম প য নশ প
  • হয ছ গ ল ম হ ম মদক কখন ব গ ল ম হম দ ন ম ড ক হয এছ ড ও, ইনজ ম ম - উল - হক আইস স ব শ ব এক দশ র সদস যর প খ ল ছ ন ক বলম ত র প ক স ত ন র পক ষ খ ল গ ল র