Back

ⓘ নিদনপুর
নিদনপুর
                                     

ⓘ নিদনপুর

নিদনপুর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রাম। এটি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। কামরূপরাজ ভূতিবর্মণ ও ভাস্করবর্মণের বেশ কয়েকটি তাম্রশাসন আবিষ্কৃত হওয়ায় গ্রামটি বিখ্যাত।

                                     

1. ইতিহাস

বর্মণ রাজত্বের সময় নিদনপুর অঞ্চল "চন্দ্রপুর" নামে পরিচিত ছিল। ১৯১২ সালের ডিসেম্বরে ১৩১৯ বঙ্গাব্দের পৌষ তৎকালীন পঞ্চখণ্ড পরগণার নিদনপুরে মাটির স্তুপ খনন করে সাত খণ্ডের তাম্রলিপি পাওয়া যায়। যেটি নিদনপুর বা নিধানপুর তাম্রলিপি নামে পরিচিত। স্থানীয় জমিদার পবিত্রনাথ দাস তাম্রলিপিগুলো কলকাতা জাদুঘরের নিকট হস্থান্তর করেন। ভাস্করবর্মণের তাম্রশাসনে ব্রাহ্মণদের নিষ্কর ভূমি দানে বিষয়ে জানা যায়। ঐতিহাসিকদের মতে "ময়ূর শাল্মল" নামে দানকৃত জমিটি নিদনপুরেই অবস্থিত ছিল।

শ্রীহট্টের রাজা গৌড় গোবিন্দের পূর্ব পর্যন্ত পঞ্চখন্ড অঞ্চল ধর্মপালের অধীনে পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ১৩০৩ খ্রিষ্টাব্দে শাহ জালালের সিলেট বিজয় ১৩০৩ খৃ: পর এই জনপদ মুসলিম শাসনে আসে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে রক্ষিত সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শিলালিপিতে শাহ জালালের সফর সঙ্গী নূরুল হুদা আবুল কেরামত সাঈদী হোসেনীকে হায়দার গাজী এ জেলার শাসনভার দেন। এ সময় থেকে এই এলাকায় ইসলাম ধর্মের প্রভাব পড়তে থাকে।

                                     
  • অ শ বর তম ন স ল ট জ ল ধ ন ব য ন ব জ র থ ন র অর ন তগত ঐত হ স ক গ র ম ন দনপ র হত ভ স করবর মন র ত ম রল প প ওয র ক রণ এই গ র ম শ র হট ট র ইত হ স

Users also searched:

...