Back

ⓘ কাতারা সাংস্কৃতিক গ্রাম
কাতারা সাংস্কৃতিক গ্রাম
                                     

ⓘ কাতারা সাংস্কৃতিক গ্রাম

কাতারা কাতারের দোহায় অবস্থিত একটি সাংস্কৃতিক গ্রাম। এটা আল্লউউলুয়া কাতার দ্বীপ ও পশ্মিম উপসাগরের মাঝামাঝি পূর্ব উপকূল এলাকায় অবস্থিত। ২০১০ সালের অক্টোবরে দোহার ত্রিবেকা চলচ্চিত্র উৎসবের সময় এটাকে খুলে দেওয়া হয়, এবং এরপর থেকে প্রত্যাক বছর এখানেই এ উৎসবের আয়োজন হয়।

                                     

1. ব্যুৎপত্তি

১৮ শতকের আগে বর্তমান কাতার কাতারা ঐতিহাসিক নামে পরিচিত ছিলো। ভূগোলবিদ ক্লডিয়াস টলেমিয়াস ১৫০ খ্রিস্টাব্দে কাতার উপদ্বীপকে কাতারা হিশেবে উল্লেখ করেন।

                                     

2. সাধারণ ধারণা

অনেকগুলো কাতারি সংগঠণের অপিস কাতারা অঞ্চলে, যার মধ্যে কাতারি সোসাইটি ফর ইঞ্জিনিয়ার্স, কাতার ফাইন আর্টস সোসাইটি, ভিজুয়াল আর্ট সেন্টার, চাইল্ডহুড কালচারাল সেন্টার, থিয়েটার সোসাইটি এন্ড কাতার মিউজিক অ্যাকাডেমিসহ আরও কিছু সংগঠন রয়েছে। কাতার জাদুঘর কর্তৃপক্ষ জনগনের জন্য উন্মুক্ত কিউএমএ আর্ট গ্যালারি নিয়ন্ত্রন করে। দেশটির সাংস্কৃতিক ও স্থাপত্যরীতির ঐতিহ্যকে তুলে ধরতে এখানে দালান ও অন্যান্য সুবিধাসমূহ প্রাচীন সংস্কৃতি, ঐতিহ্য ও স্থাপত্যরীতির কথা মাথায় রেখে সাজানো হয়েছে।