Back

ⓘ ফ্রিকোনমিকস
                                     

ⓘ ফ্রিকোনমিকস

ফ্রিকোনমিকস: এ রগ ইকোনমিকস এক্সপ্লোরস দি হিডেন সাইড অব এভরিথিং শিকাগো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ স্টিভেন লেভিট ও নিউ ইয়র্ক টাইমস -এর সাংবাদিক স্টিফেন জে ডাবনারের প্রথম বই। বইটি ১২ এপ্রিল ২০০৫ সালে উইলিয়াম মরো অ্যান্ড কম্পানি প্রকাশ করে। জনপ্রিয় সংস্কৃতি আর অর্থনীতি সফল সংমিশ্রন বইটিকে জনপ্রিয় করে। ২০০৯ এর শেষ পর্যন্ত, বইটি সরাপৃথিবীতে ৪০ লাখেরও বেশি কপি বিক্রি হয়।

                                     

1. সংক্ষিপ্ত বিবরণ

বইটি লেভিটের, একজন বিশেষজ্ঞ যিনি পুরোনো অর্থনীতিবিদের ধ্যানধারণা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক ধারণাকে বিভিন্ন বিষয়ে প্রয়োগ করে আলোচনায় আসেন, লেখা কিছু প্রবন্ধের সংকলন। বইটিতে লেভিট এবং ডাবনার দেখাতে চেয়েছেন যে অর্থনীতি এর মূলে আসলে প্রবর্তনার বিদ্যা। বইটিতে বিভিন্ন বিষয়ে মোট ৬টি অধ্যায় রয়েছে:

  • অধ্যায় ৩: মাদক পাচারের অর্থনীতি
  • অধ্যায় ৪: অপরাধ হার কমাতে বৈধ গর্ভপাতের ভূমিকা
  • অধ্যায় ১: শিক্ষক এবং সুমো কিস্তিগীরদের উপর প্রয়োগ করে প্রতারণাকে নতুনভাবে আবিষ্কার করা
  • অধ্যায় ৫: শিক্ষার উপর ভালো সন্তান পালনের উপেক্ষণীয় প্রভাব
  • অধ্যায় ২: কু ক্লাক্স ক্লান ও রিয়েল এস্টেট এজেন্টদের উদাহরণ টেনে তথ্য দখনদারিত্বের আলোচনা
  • অধ্যায় ৬: সন্তানদের নামকরণের আর্থসামাজিক গঠন
                                     

2. সমালোচনা

ফ্রিকোনমিকস অর্থনীতি কম, সমজবিজ্ঞান বা অপরাধবিজ্ঞান বেশি বলে সমালোচিত হয়। অর্থনীতিবিদ এরিয়েল রুবিনস্টাইন বইটির সন্দেহজনক পরিসংখ্যান ব্যবহারের জন্য সমালোচনা করেন। তার অভিযোগ "লেভিটের মত অর্থনীতিবিদরা বুক উঁচিয়ে অন্য বিষয়ে চলে যায়", "যেখানে অর্থনীতির সাথে কোন সম্পর্কই নেই"। তার মতে বইটি একাডেমিক সাম্রাজ্যবাদের একটা উদাহরণ। আর্নল্ড ক্লিঙের মতে বইটি "আনাড়ির সমাজবিজ্ঞান"।