Back

ⓘ আল শুয়াইবিয়া মসজিদ
আল শুয়াইবিয়া মসজিদ
                                     

ⓘ আল শুয়াইবিয়া মসজিদ

আল শুয়াইবিয়া মসজিদ বা আল ওমারি বা আল-তুতেহ বা আল-আতরাস নামেও পরিচিত সিরিয়ার আলেপ্পোয় অবস্থিত প্রাচীনতম মসজিদ। ৬৩৭ সালে মসজিদটি নির্মাণ করা হয়েছে। পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রাচীনতম মসজিদ। মসজিদটি আলেপ্পোর প্রাচীন শহরের পশ্চিমাংশে বাব আনতাকে নিকটে শহরের ঐতিহাসিক দেয়ালের মধ্যে অবস্থিত।

                                     

1. ইতিহাস

৬৩৭ সালে ইসলামের প্রসারের সময় আবু উবাইদা ইবনুল জাররাহ নেতৃত্বে আলেপ্পোর পতনের পরে আল শুয়াইবিয়া মসজিদটি বাব আনতাকের নিকটে নির্মাণ করা হয়েছে। ১৯৮৬ সালে প্রাচীন শহর আলেপ্পোর অংশ হিসাবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।

                                     

2. সংস্কার

দশম শতাব্দীতে শিয়া পন্থী আবু হাসান আল-গাদাইরি মসজিদটি সংস্কার করেন। ১১৫০-এর দশকে জেনগি রাজবংশের শাসক নুরউদ্দিন জেনগি এটিকে শিয়া মসজিদ থেকে শায়খ শুয়াইবের জন্য একটি শাফিঈ মাদ্রাসায় রূপান্তর ও সংস্কার করেন। মসজিদের প্রাচীরের ১২ শতাব্দীর বহু কুফিক শিলালিপি জন্য মসজিদটি পরিচিত। আয়তক্ষেত্রাকার ছোট মিনারটি ইসলামী স্থাপত্যের ইতিহাসের প্রথম দিকের নকশাগুলিকে প্রতিফলিত করে। ১৪০১ সালে মসজিদটি পনুরায় সংস্কার করা হয়।

আধুনিক যুগে ১৯৮০ এবং ১৯৯০ সালে মসজিদটি সংস্কার করা হয়।

                                     
  • ত রস ক র প শ আল দ র ক র হ ত আল - শ য ইব য মসজ দ পর চ ত আল ওম র আল ত ত হ এব আল - আতর স মসজ দ হ স ব এট আল প প র সবচ য প র চ ন মসজ দ ন র ম ত হয

Users also searched:

...