Back

ⓘ খয়েরিমাথা বসন্তবৌরি
খয়েরিমাথা বসন্তবৌরি
                                     

ⓘ খয়েরিমাথা বসন্তবৌরি

খয়েরিমাথা বসন্তবৌরি Ramphastidae পরিবারের Psilopogon গণের একটি পাখি। এই প্রজাতি দক্ষিণ এশিয়ার দেশ স্মূহে দেখা যায়। এরা ফল ও কীট-পতঙ্গ খাদ্য হিসাবে গ্রহণ করে।

                                     

1. বর্তমান অবস্থা এবং সংরক্ষণ

বৈশ্বিক অবস্থা ন্যূনতম বিপদগ্রস্ত এবং বাংলাদেশের অবস্থায় অপ্রতুল-তথ্য। তিনটি তালিকায় পাখিটিকে বাংলাদেশের পাখি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে কোন প্রমাণ পাওয়া যায় নি। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণে পাখিটি দেখা গেছে।