Back

ⓘ আলি আনোয়ার
                                     

ⓘ আলি আনোয়ার

আলি আনোয়ার একজন বাংলাদেশী সাহিত্যিক ও অনুবাদক। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৬ সালে প্রবন্ধ বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেছিলেন।

                                     

1. কর্মজীবন

আনোয়ার ১৯৬২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি অনুষদের প্রফেসর হিসেবে যোগদান করেন এবং ২০০১ সালে অবসর গ্রহণ করেন। তিনি ইউরিপাইডস এবং হ্যারল্ড পিন্টার সহ অনেক নাট্যকারের নাটক অনুবাদ করেছিলেন।