Back

ⓘ মসজিদ আল ইউসুফ
                                     

ⓘ মসজিদ আল ইউসুফ

মসজিদ আল ইউসুফ মালদ্বীপের ইয়েদফুশি শহরে অবস্থিত একটি মসজিদ, ১৯৭০ এর দশকে এটি চালু করা হয়, এ মসজিদটিতে ২১০-এরও বেশি উপাসক একসাথে নামাজ আদায় করতে পারে। ইউসুফ কালেফানানুর নামানুসারে মসজিদটির নামকরণ করা হয়েছে। এটি ইয়েদফুশির মূল জেটির কাছে অবস্থিত।

মসজিদটি এমন একটি জায়গা যেখানে কেবল দৈনিক পাঁচ বার নামাজ আদায় করা হত, তবে ২০০০-এর দশকের শেষদিকে, জুমা শুক্রবারের নামাজ শুরু হয়েছিল।