Back

ⓘ সাদা মসজিদ, বেরাত
সাদা মসজিদ, বেরাত
                                     

ⓘ সাদা মসজিদ, বেরাত

সাদা মসজিদ হলো আলবেনিয়ার বেরাত দুর্গের একটি ধ্বংসপ্রাপ্ত মসজিদ। ছোট্ট, মোটামুটি বর্গাকার মসজিদের এখনও প্রায় এক মিটার উঁচু বুনিয়াদি দেয়াল এবং প্রায় দুশ মিটার উঁচু মিনারের গোড়ার ধ্বংসাবশেষ রয়েছে। এটি ১৪১৭ সালে সাদা চুনাপাথর দিয়ে নির্মিত হয়েছিল এবং উনবিংশ শতাব্দীতে উসমানীয় সাম্রাজ্যের তানযিমাত সংস্কারের বিরুদ্ধে স্থানীয় অভ্যুত্থানের সময় এটি ধ্বংস হয়ে যায়।

এটি ১৯৬১ সালে আলবেনিয়ার একটি সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভ হয়ে যায়, তবে ১৯৬৭-এর পরে এনভার হোক্সার নাস্তিক্যবাদী শাসনামলে উপেক্ষিত হয়েছিলো।