Back

ⓘ ফায়ায়ুন মসজিদ
ফায়ায়ুন মসজিদ
                                     

ⓘ ফায়ায়ুন মসজিদ

ফায়ায়ুন মসজিদ, হচ্ছে চীনের বেইজিংয়ের শিচেং জেলার একটি মসজিদ। এই মসজিদটি দেওয়াই মসজিদ বা দেওয়াই গংশিয়াং মসজিদ নামেও পরিচিত।

                                     

1. ইতিহাস

মসজিদটি মূলত মিং রাজবংশের শেষদিকে নির্মিত হয়েছিল। ২০০৩ সালে শিচেং জেলা সরকারের অর্থায়নে ৪ মিলিয়ন চীনা ইয়ুয়ান ব্যায় করে মসজিদটির সংস্কার করা হয়েছিল। পরবর্তীতে ২০০৭ সালের সেপ্টেম্বরে মসজিদটি পুনরায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।