Back

ⓘ জামে' আসর হাসসানিল বলকিয়াহ মসজিদ
জামে আসর হাসসানিল বলকিয়াহ মসজিদ
                                     

ⓘ জামে আসর হাসসানিল বলকিয়াহ মসজিদ

জামে আসর হাসসানিল বলকিয়াহ মসজিদ হলো ব্রুনাইয়ের বন্দর সেরি বেগাওয়ানে অবস্থিত একটি মসজিদ। এটি সুলতান ওমর আলি সাইফুদ্দিন মসজিদেপর ব্রুনাইয়ের দ্বিতীয় জাতীয় মসজিদ।

                                     

1. ইতিহাস

জামে আসর হাসসানিল বলকিয়াহ মসজিদটি ব্রুনাইয়ের ২৯ তম এবং বর্তমান সুলতান হাসসান আল-বলকিয়াহর ওয়াকফে নির্মাণ করা হয়েছে। ১৯৮৮ সালে কিয়ারংয়ের ২০ একর জায়গায় এর নির্মাণকাজ শুরু হয়েছিল এবং ৬ বছর পর, ১৯৯৪ সালের ১৪ই জুলাই তারিখে সুলতান মাগরিব ও এশার নামাজ আদায় করে উদ্বোধন করেন।

এই মসজিদে একসাথে ৫,০০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারে, যার ফলস্বরূপ এটি দেশের বৃহত্তম মসজিদে পরিণত হয়েছে।

এই মসজিদে ২৯টি সোনালি রঙের গম্বুজ এবং ৪টি মিনার রয়েছে, যাদের উচ্চতা ৫৮ মিটার ১৯০ ফুট করে।

Users also searched:

...