Back

ⓘ কুষ্টিয়া পৌরসভা
কুষ্টিয়া পৌরসভা
                                     

ⓘ কুষ্টিয়া পৌরসভা

কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের মধ্য-দক্ষিণের শহর কুষ্টিয়ার স্থানীয় সরকার সংস্থা। কুষ্টিয়া পৌরসভা ১৮৬৯ সালে প্রতিষ্ঠত হয়। বর্তমানে এটি ক শ্রেণীর পৌরসভা । এর আয়তন ৪২.৭৯ বর্গ কিলোমিটার, এবং জনসংখ্যা ৪১৮,৩১২ জন। এটি ১২টি ওয়ার্ডে বিভক্ত।

                                     

1. ইতিহাস

১৮৬১ সালে পাবনা জেলার অধীনে কুষ্টিয়া মহকুমা গঠিত হয়েছিল। ১৮৬৯ সালের ১লা এপ্রিল তৎকালীন ব্রিটিশ শাসনামলে কুষ্টিয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮১ সালে প্রতিষ্ঠার একশত বছরেরও বেশি সময় পর পৌরসভাকে সম্প্রসারিত করা হয়।