Back

ⓘ ময়মনসিংহ পৌরসভা
ময়মনসিংহ পৌরসভা
                                     

ⓘ ময়মনসিংহ পৌরসভা

১৭৮৭ সালের ১ মে জেলা প্রতিষ্ঠাপর জেলা শহর হিসাবে বর্তমান ময়সনসিংহ শহরের গোড়াপত্তন হয়। যদিও এর আগে বেগুনবাড়ীর কোম্পানী কুঠিতে অথবা বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে কাচারী বসত। কিন্তু ব্রহ্মপুত্রের ভাঙনে কুঠি বিলীন হলে শহরের উত্তর অংশে খাগডহরে কাচারী স্থাপনের উদ্যোগ নেয়া হয়। নদের ভাঙনের কারণে সেই উদ্যোগ ভেস্তে গেলে বর্তমান কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের দক্ষিণে কাওনা নদীর তীরে প্রাচীন বাণিজ্য কেন্দ্র দগদগা নামক স্থানে জেলা শহর স্থাপনের প্রস্তাব করে তৎকালীন ইংরেজ শাসকরা। এতে এ অঞ্চলের জমিদাররা আপত্তি করলে সেহড়া মৌজায় নাসিরাবাদ নামে জেলা শহরের পত্তন হয় ১৭৯১ সালের সেপ্টেম্বর মাসে। গৌড়ের সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নাসির উদ্দিন আবুল মোজাফফর নসরত শাহের নামানুসারেই নাম হয় নসরতশাহী এবং এ অঞ্চলের শাসন কেন্দ্রের নাম দেয়া হয় নাসিরাবাদ।

ময়মনসিংহ অঞ্চলের ঐতিহাসিক নিদর্শন বইয়ের লেখক দরজি আবদুল ওয়াহাব উল্লেখ করেন যে, ১৮৫৮ সালের জুলাই মাসে শহর স্থাপনেপর মিউনিসিপ্যালিটির নামও হয় নাসিরাবাদ মিউনিসিপ্যালিটি। তৎকালীন বঙ্গদেশের মধ্যে স্থাপিত এটি প্রথম এবং উপমহাদেশের মধ্যে দ্বিতীয় পৌরসভা। এখানে উল্লেখ্য, পৌরসভার কাগজপত্র অনুসারে পৌরসভা স্থাপনের তারিখ ১৮৬৯ সালের ৮ এপ্রিল। প্রথমদিকে জেলা ম্যাজিস্ট্রেট পদাধিকার বলে পৌরসভার সভাপতি হন। এই পৌরসভার প্রথম অফিসিয়াল চেয়ারম্যান ছিলেন মি. আরপর্চা। ১৮৮৬ সালে প্রথম নন-অফিসিয়াল চেয়ারম্যাহন চন্দ্রকান্ত ঘোষ। পৌরসভা গঠনেপর ১৯৪৮ সালে প্রথম মুসলমান চেয়ারম্যান পদে আসীহন খানবাহাদুর গিয়াস উদ্দিন পাঠান। তিনি বর্তমান জেলার গফরগাঁও উপজেলামুখী গ্রামের বাসিন্দা ছিলেন। ১৯০৫ সালে নাসিরাবাদ পৌরসভার নাম পরিবর্তিত হয়ে ময়মনসিংহ পৌরসভা হয়। এই পরিবর্তনের পেছনে একাধিক কৌতূহলজনক ঘটনা রয়েছে। নাসিরাবাদ পৌর কর্তৃপক্ষ ১৯০৪ সালে ১৮ নভেম্বর পৌরসভাসহ রেলস্টেশন ও পোস্ট অফিসের নাম পরিবর্তন করে জেলার নামে ময়মনসিংহ রাখার প্রস্তাব করলে ১৯০৫ সালের ১০ মার্চ সরকারের ১২৯০-এম নং পত্রে প্রস্তাব অনুমোদিত হয়। সেই থেকেই ময়মনসিংহ জেলা, রেলস্টেশন, পোস্ট অফিস এবং পৌরসভার নামকরণ হয়।

২১.৭৩ বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসভাটি ছিল ক শ্রেণির একটি পৌরসভা, যা ২১টি ওয়ার্ডে বিভক্ত ছিল।

২০১৮ সালের ১৪ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া ইউনিয়ন সম্পূর্ণ এবং খাগডহর, চর ঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ইউনিয়ন ও চর নিলক্ষিয়া ইউনিয়নের আংশিক এলাকাকে অন্তর্ভুক্ত করে ১২টি ওয়ার্ড ও ময়মনসিংহ পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে সর্বমোট ৯১.৩১৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সিটি কর্পোরেশন এলাকা নির্ধারণ করে বাংলাদেশের দ্বাদশ সিটি কর্পোরেশন হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হলে পৌরসভার কার্যক্রম বিলুপ্ত হয়ে যায়।