Back

ⓘ নীলফামারী জেলার ইউনিয়ন পরিষদসমূহ
                                     

ⓘ নীলফামারী জেলার ইউনিয়ন পরিষদসমূহ

নীলফামারী জেলার ইউনিয়ন পরিষদসমূহ হচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার ক্ষুদ্রতম পল্লী অঞ্চল এবং স্থানীয় সরকার একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলাটিতে ৬টি উপজেলা, ৬০ টি ইউনিয়ন, ৩৭০ টি মৌজা, ৩৭৮ টি গ্রাম এবং ৪টি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে। নিম্নে বিস্তারিত তালিকা উল্লেখ করা হল:

                                     

1. নীলফামারী সদর উপজেলা

 • কুন্দুপুকুর ইউনিয়ন
 • কচুকাটা ইউনিয়ন
 • টুপামারী ইউনিয়ন
 • সংগলশী ইউনিয়ন
 • পলাশবাড়ী ইউনিয়ন
 • লক্ষীচাপ ইউনিয়ন
 • রামনগর ইউনিয়ন
 • গোড়গ্রাম ইউনিয়ন
 • চড়াইখোলা ইউনিয়ন
 • পঞ্চপুকুর ইউনিয়ন
 • সোনারায় ইউনিয়ন
 • চাপড়া সরঞ্জানী ইউনিয়ন
 • চওড়া বড়গাছা ইউনিয়ন
 • ইটাখোলা ইউনিয়ন
 • খোকশাবাড়ী ইউনিয়ন
                                     

2. ডিমলা উপজেলা

 • পশ্চিম ছাতনাই ইউনিয়ন
 • টেপাখড়িবাড়ী ইউনিয়ন
 • গয়াবাড়ী ইউনিয়ন
 • নাউতারা ইউনিয়ন
 • ডিমলা সদর ইউনিয়ন
 • ঝুনাগাছ চাপানী ইউনিয়ন
 • পূর্ব ছাতনাই ইউনিয়ন
 • খগাখড়িবাড়ী ইউনিয়ন
 • খালিশা চাপানী ইউনিয়ন
 • বালাপাড়া ইউনিয়ন
                                     

3. ডোমার উপজেলা

 • বোড়াগাড়ী ইউনিয়ন
 • ডোমার সদর ইউনিয়ন
 • হরিণচড়া ইউনিয়ন
 • পাংগা মটকপুর ইউনিয়ন
 • গোমনাতি ইউনিয়ন
 • ভোগডাবুড়ী ইউনিয়ন
 • জোড়াবাড়ী ইউনিয়ন
 • কেতকীবাড়ী ইউনিয়ন
 • বামুনিয়া ইউনিয়ন
 • সোনারায় ইউনিয়ন
                                     

4. জলঢাকা উপজেলা

 • শিমুলবাড়ী ইউনিয়ন
 • গোলমুন্ডা ইউনিয়ন
 • ধর্মপাল ইউনিয়ন
 • ডাউয়াবাড়ী ইউনিয়ন
 • মীরগঞ্জ ইউনিয়ন
 • কাঁঠালী ইউনিয়ন
 • খুটামারা ইউনিয়ন
 • গোলনা ইউনিয়ন
 • শৌলমারী ইউনিয়ন
 • কৈমারী ইউনিয়ন
 • বালাগ্রাম ইউনিয়ন
                                     

5. কিশোরগঞ্জ উপজেলা

 • পুটিমারী ইউনিয়ন
 • নিতাই ইউনিয়ন
 • গাড়াগ্রাম ইউনিয়ন
 • বাহাগিলী ইউনিয়ন
 • কিশোরগঞ্জ সদর ইউনিয়ন
 • রনচন্ডি ইউনিয়ন
 • বড়ভিটা ইউনিয়ন
 • মাগুরা ইউনিয়ন
 • চাঁদখানা ইউনিয়ন