Back

ⓘ নতুন করোনাভাইরাস
                                     

ⓘ নতুন করোনাভাইরাস

নতুন করোনাভাইরাস হল যেকোনো নতুন আবিষ্কৃত করোনাভাইরাস যার চিকিৎসীয় তাৎপর্য এখনো বিশ্লেষিত না হওয়ায় নামকরণ সম্পন্ন হয়নি। করোনাভাইরাস সাধারণত মানুষের মধ্যে এন্ডেমিক এবং এর সংক্রমণ সাধারণ হয়, কিন্তু কিছু আন্তঃপ্রজাতি সঞ্চালনের ফলে সংক্রমণযোগ্য প্রকরণ তৈরি হচ্ছে যা ভাইরাসজনিত নিউমোনিয়া এবং কিছু মারাত্মক ক্ষেত্রে তীব্র শ্বাসকষ্টমূলক রোগলক্ষণসমষ্টি তৈরি করে।

                                     

1. প্রজাতি

নিম্ন ভাইরাসগুলোকে প্রাথমিকভাবে "নভেল করোনাভাইরাস" নাম দেওয়া হতে পারে। এর সাথে অনেক সময় আবিষ্কারের বছর যুক্ত হয়, যতদিন না এর নতুন নাম দেওয়া হচ্ছে:

চারটি ভাইরাসই করোনাভাইরাস গোত্রের বেটাকরোনাভাইরাস গণভুক্ত।

                                     

2. নামকরণ

"নভেল" শব্দের অর্থ "পূর্বের পরিচিত প্যাথোজেনের নতুন সদস্য" অর্থাৎ পরিচিত ভাইরাস গোত্রের নতুন সদস্য। ২০১৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সংক্রামক রোগ নামকরণের নতুন নীতিমালা প্রকাশ করে তার মধ্যে এই শব্দ ব্যবহারের রীতি অন্তর্ভুক্ত ছিল। ঐতিহাসিকভাবে কিছু রোগের নাম করা হত অবস্থান, নির্দিষ্ট আক্রান্ত কেউ বা নির্দিষ্ট প্রজাতি অনুযায়ী। বর্তমানে ডব্লিউএইচও এই রীতিকে নিরুৎসাহিত করে।

আইসিটিভি এবং ডব্লিউএইচও-এর আইসিডি মিলিতভাবে নতুন ভাইরাসের নামকরণ করে থাকে।