Back

ⓘ ফয়সাল
                                               

জামিয়া ফরিদিয়া

আল ফরিদিয়া বিশ্ববিদ্যালয় বা জামিয়া ফরিদিয়া পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ফয়সাল মসজিদের কাছে অবস্থিত একটি মাদ্রাসা। ২০২০ সাল অনুযায়ী এই মাদ্রাসায় ১,২০০ জন শিক্ষার্থী ও ৬০ জনের বেশি শিক্ষক রয়েছে।

                                     

ⓘ ফয়সাল

ফয়সাল একটি মুসলিম প্রদত্ত নাম। এটি বলতে বুঝাতে পারে:

 • ফয়সাআল দাউয়িশ - সৌদি নেতা।
 • রিম আল ফয়সাল - সৌদি রাজ পরিবারের একজন রাজকুমারী, আলোকচিত্রী, রাজনৈতিক সাংবাদিক এবং গ্যালারি মালিক।
 • ফয়সাল জামান খান - পাকিস্তানি বিচারপতি।
 • দ্বিতীয় ফয়সাল - ইরাকের শেষ বাদশা।
 • ফয়সাল খান - ভারতীয় হিন্দি চলচ্চিত্র অভিনেতা।
 • প্রিন্সেস আয়াহ বিনতে ফয়সাল - জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর ভাগনি।
 • ফয়সাল রহমান - ভারতীয় রাজনীতিবিদ।
 • ফয়সাল মাহমুদ - একজন বাংলাদেশী ফুটবলার।
 • প্রথম ফয়সাল - ১৯২০-১৯৩৩ খ্রিষ্টাব্দে বৃহত্তর সিরিয়া ও ইরাক রাজতন্ত্রের বাদশা।
 • ফয়সাল আরব - পাকিস্তানি বিচারপতি।
 • ফয়সাল বিন আবদুল আজিজ - ১৯৬৪ থেকে ১৯৭৫ খ্রিষ্টাব্দে সৌদি আরবের বাদশাহ।
 • গাজি বিন ফয়সাল - ১৯৩৩ থেকে ১৯৩৯ খ্রিষ্টাব্দে ইরাক রাজতন্ত্রের বাদশা।
 • ফয়সাল জামান - পাকিস্তানি রাজনীতিবিদ।
 • ফাহিম ফয়সাল - বাংলাদেশী সংগীত শিল্পী, সুরকার, শিক্ষাবিদ।
 • ওয়ালী ফয়সাল - একজন বাংলাদেশী ফুটবলার।
 • ফয়সাল হোসেন - চট্টগ্রামে - জন্মগ্রহণকারী সাবেক বাংলাদেশী ক্রিকেটার।
 • আবদুর রহমান বিন ফয়সাল - দ্বিতীয় সৌদি রাষ্ট্রের শেষ শাসক।
 • ফয়সাল বিন তুর্কি বিন আবদুল্লাহ আল সৌদ - দ্বিতীয় সৌদি রাষ্ট্রের দ্বিতীয় শাসক।