Back

ⓘ বিষয়শ্রেণী:মিয়ানমারের জেলা
                                               

পাকক্কু জেলা

পাকক্কু জেলা হল কেন্দ্রীয় মিয়ানমারের মগওয়ে অঞ্চলের একটি জেলা। পাকক্কু শহর হল এই জেলার প্রশাসনিক কেন্দ্র। পাকক্কু হল মগওয়ে বিভাগের বৃহত্তম শহর ও বার্মার ১৩তম বৃহত্তম শহর।

                                               

মংডু জেলা

মংডু জেলা পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি জেলা। এর রাজধানী শহর মংডু এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে প্রায় ২৯৫ জন। পার্শ্ববর্তী সিটওয়ে জেলার কিছু অংশের সাথে, মংডু জেলাও অনানুষ্ঠানিকভাবে উত্তর রাখাইন রাজ্য হিসাবে পরিচিত।

                                               

মান্দালয় জেলা

মান্দালয় জেলা মধ্য মিয়ানমারের মান্দালয় বিভাগের একটি জেলা। যদিও জেলা দুটি মান্দালয় এবং অমরপুরে নিয়ে গঠিত হয়েছিল, তারপরও অপরিকল্পিত নগরায়নের ফলে আজ মান্দালয় শহর সীমানা নিজ ছেড়ে অমরপুর এবং পাথেইঙ্গীকেও নিজের অন্তর্ভুক্ত করে নিয়েছে। বর্তমানে মান্দালয় জেলা ও মান্দালয় শহর এক হয়ে গেছে।

                                     

ⓘ মিয়ানমারের জেলা

  • ন প ড জ ল ব ওলখ জ ল ল কও জ ল ক ট জ ল ম স ত জ ল ম প য ক জ ল ত চ ল ইক জ ল ক নল জ ল ক য ৎম জ ল লউক ই জ ল ল শ ও জ ল ম স জ ল হ প জ ল
  • ম ড জ ল বর ম မ င တ ခရ င পশ চ ম ম য নম র র র খ ইন র জ য র ব র ম একট জ ল এর র জধ ন শহর ম ড এব জনস খ য র ঘনত ব প রত বর গক ল ম ট র প র য
  • ম নব জ ল বর ম မင ဘ ခရ င হল ক ন দ র য ম য নম র র মগওয অঞ চল র একট জ ল ম নব শহর হল এই জ ল র প রশ সন ক ক ন দ র ম নব জ ল র দক ষ ণ থ য ৎ
  • মগওয জ ল বর ম မက ခရ င হল ক ন দ র য ম য নম র র মগওয অঞ চল র স ব ক মগওয ব ভ গ একট জ ল জ ল ত ন ম নল খ ত শহর ঞ চল রয ছ মগওয শহর ঞ চল
  • ম ন দ লয জ ল বর ম မန တလ ခရ င মধ য ম য নম র র ম ন দ লয ব ভ গ র একট জ ল যদ ও জ ল দ ট ম ন দ লয এব অমরপ র ন য গঠ ত হয ছ ল, ত রপরও অপর কল প ত
  • প কক ক জ ল বর ম ပခ က က ခရ င হল ক ন দ র য ম য নম র র মগওয অঞ চল র একট জ ল প কক ক শহর হল এই জ ল র প রশ সন ক ক ন দ র প কক ক হল মগওয ব ভ গ র
  • দক ষ ণ জ ল বর ম ဒက ခ ဏခရ င ম য নম র র ন ইপ দ ইউন য ন অঞ চল র একট জ ল দক ষ ণ জ ল য দ ইট ন মকর প হ ড আছ ক তম উত ত উ সর ব চ চ ব ন দ
  • প যক ক ক জ ল এব গ ঙ গ ও জ ল প রশ সন র অবস থ নস থল প যক ক ক স ত ভ রত - ম য নম র - থ ইল য ন ড ত র পক ষ য মহ সড ক র অ শ এব এট ম য নম র র দ র ঘতম স ত
  • স থ প র ব দ ক ম য নম র র দ র ঘ আন তর জ ত ক স ম ন ত রয ছ জ ল ট র উত তরদ ক রয ছ ন উখর ল জ ল পশ চ ম দ ক রয ছ ক প কপ জ ল দক ষ ণ দ ক রয ছ
  • অর ণ চল প রদ শ সম প রত ন র ম ত জ ল য ত র প জ ল দক ষ ণ শক উত ক র ণ কর গঠ ত হয জ ল ট প র ব ম য নম র র সঙ গ এব পশ চ ম ও দক ষ ণ ন গ ল য ন ড র জ য র
গঙ্গ জেলা
                                               

গঙ্গ জেলা

গঙ্গ জেলা হল কেন্দ্রীয় মিয়ানমারের মগওয়ে বিভাগের একটি জেলা। পাকক্কু হল এই গঙ্গ জেলা ও পাকক্কু জেলার সদর। ১৯২৬ সালে, এটি ব্রিটিশ বার্মার পাকক্কু পার্বত্য অঞ্চল জেলাগুলির একটি অংশ হিসেবে যুক্ত হয় ও ৪ জানুয়ারী ১৯৪৮ অবধি তাতে যুক্ত ছিল। ২০০৩ পাকক্কু জেলা দুইভাগ করা হয়ে গঙ্গ জেলা গঠিত হয়। এরপূর্ব পর্যন্ত এটি পাকক্কু জেলার অংশে যুক্ত ছিল।

মিনবু জেলা
                                               

মিনবু জেলা

মিনবু জেলার দক্ষিণে থায়েৎ জেলা, পূর্বে মগওয়ে জেলা, উত্তরে পাকক্কু জেলা এবং গঙ্গ জেলা, উত্তর-পশ্চিমে চিন রাজ্য-এর মিণ্ডত জেলা, এবং পশ্চিমে রাখাইন রাজ্য-এর সিত্তে জেলা এবং রাখাইন রাজ্য-এর কিওকপু জেলা রয়েছে।