Back

ⓘ ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ
                                     

ⓘ ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ

ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ হলো ২০১৯ সালের একটি দক্ষিণ কোরীয় মেয়েকে কেন্দ্র করে একটি দক্ষিণ কোরীয় টেলিভিশন ধারাবাহিক যেখানে ধারাবাহিকের মূল চরিত্র অর্থাৎ ঐ মেয়েটি জরুরি অবস্থায় দক্ষিণ কোরিয়ার শত্রু দেশ উত্তর কোরিয়ায় অবতরণ করতে বাধ্য হয়। ধারাবাহিকটি টিভিএন চ্যানেলে ১৪ই ডিসেম্বর, ২০১৯ এ প্রিমিয়ার হয় ও এতে বিভিন্ন মূল চরিত্রগুলিতে অভিনয় করেন হিউন বিন্, সোন্ ইয়ে-জিন্, কিম্ জং-হিউন্, সেও জি-হিয়ে।

ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ হলো দক্ষিণ কোরীয় ক্যাবল টেলিভিশনের ইতিহাসে পঞ্চম-সর্বোচ্চ-রেটযুক্ত কোরিয়ান টেলিভিশন ধারাবাহিক।

                                     

1. সংক্ষিপ্তসার

ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ ইউন সে-রি নামক একজন ধনশালী দক্ষিণ কোরীয় মেয়ে এবং রি জং-হিউক নামের উত্তর কোরীয় সেনার একজন উচ্চ-পদাধিকারীর গোপন প্রেম কাহিনীকে ঘিরে একটি ধারাবাহিক। একদিন সিওল শহরের উত্তরে কোরীয় অসামরিকীকৃত অঞ্চলের নিকটে প্যারাগলাইডিং করার সময়ে ইউন সে-রী হঠাৎই একটি ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয় ও দুর্ঘটনাক্রমে উত্তর কোরিয়ার সীমান্তের ভেতর প্রবেশ করে ফেলেন। সেখানে, তার দেখা হয় উত্তর কোরীয় সীমান্তরক্ষী রী জং-হিউক এর সাথে, যে সামান্য কাকুতিমিনতিপর রাজি হয় ইউন সে-রী-কে নিরাপদভাবে তার দেশে ফিরিয়ে দিতে। তবে, বিভিন্ন ঘটনার জেরে ইউন সে-রি-কে অবিলম্বেই ফেরানো সম্ভব না হওয়ার দরুন, রী জং-হিউক তার সঙ্গে সময় কাটাতে থাকে তথা দুটি শত্রু দেশ থেকে আসা সত্ত্বেও সময়ের সাথে সাথে তাদের মাঝে জন্মায় প্রেম ও ভালোবাসা একে-অপরের জন্য যাতে করে ধারাবাহিকটিরর তুলনা করা হয় রোমিও জুলিয়েট এর সাথে।

                                     

2. অভিনয়ে

প্রধান চরিত্রে

 • সেও জি-হিয়ে - সেও ডান এর চরিত্রে
 • সোন ইয়ে-জিন্ - ইয়ুন সে-রি-র চরিত্রে
 • কিম্ জং-হিউন্ - গু সেউং-জুন্ এর চরিত্রে
 • হিউন বিন্ - রি জং-হিউকের চরিত্রে

সেও ড্রযানের আশেপাশের লোকেরা

 • পার্ক মিউং-হুন্ - গো মিয়ং-সকের চরিত্রে।
 • জাং হিয়ে-জিন্ - গো মিয়ং-এউনের চরিত্রে।

উত্তর কোরীয় গ্রামটির চরিত্রগুলি

 • কিম্ সুন্-ইয়ং - না ওল-সুকের চরিত্রে
 • কিম্ জং-নান্ - মা এয়ং-আয়ের চরিত্রে
 • জাং সো-ইয়েওন - হিয়ন্ মিয়ং-সুনের চরিত্রে
 • ছা ছুং-হয়া - ইয়াং ওক-গেউমের চরিত্রে
                                     

2.1. অভিনয়ে প্রধান চরিত্রে

 • সেও জি-হিয়ে - সেও ডান এর চরিত্রে
 • সোন ইয়ে-জিন্ - ইয়ুন সে-রি-র চরিত্রে
 • কিম্ জং-হিউন্ - গু সেউং-জুন্ এর চরিত্রে
 • হিউন বিন্ - রি জং-হিউকের চরিত্রে
                                     

2.2. অভিনয়ে রি জং-হিউকের আশেপাশের লোকেরা

 • জুন গুক্-হোয়ান - রি জং-হিউকের পিতার চরিত্রে।
 • হা সেওক-জিন্ - রি জং-হিউকের ভাইয়ের চরিত্রে।
 • লি শিন্-ইয়ং - পার্ক কোয়াং-বেওমের চরিত্রে।
 • ইয়ু সু-বিন্ - কিম্ জূ-মুকের চরিত্রে।
 • টাং জুন্-সাং - গেউম্ এউন্-ডং এর চরিত্রে।
 • ইয়াং ক্যুং-ওন্ - পিও ছি-সু এর চরিত্রে।
 • কিম ইয়ং-মিন্ - জেওং এর চরিত্রে.
 • জাং আয়ে-রি - রি জং-হিউকের মাতার চরিত্রে।
 • ওহ্ মান-সিওক - জো চেওলের চরিত্রে।
                                     

2.3. অভিনয়ে সেও ড্রযানের আশেপাশের লোকেরা

 • পার্ক মিউং-হুন্ - গো মিয়ং-সকের চরিত্রে।
 • জাং হিয়ে-জিন্ - গো মিয়ং-এউনের চরিত্রে।
                                     

2.4. অভিনয়ে উত্তর কোরীয় গ্রামটির চরিত্রগুলি

 • কিম্ সুন্-ইয়ং - না ওল-সুকের চরিত্রে
 • কিম্ জং-নান্ - মা এয়ং-আয়ের চরিত্রে
 • জাং সো-ইয়েওন - হিয়ন্ মিয়ং-সুনের চরিত্রে
 • ছা ছুং-হয়া - ইয়াং ওক-গেউমের চরিত্রে
                                     

2.5. অভিনয়ে বিশেষ উপস্থিতি

 • কিম সো-হিউন - ডং গু এর চরিত্রে পর্ব ১০
 • পার্ক সাং-উং - একজন উত্তর কোরীয় ট্যাক্সি চালককর চরিত্রে পর্ব ৪
 • জাং ক্যুং-হো - ছা সাং-ঊ এর চরিত্রে পর্ব ১, ৫ ও ৭
 • না ইয়াং-হী - একজন উত্তর কোরীয় বিবাহ পোশাক ডিজাইনারের চরিত্রে পর্ব ৭
 • ছোই জি-ঊ
                                     

3. প্রযোজনা

প্রথম স্ক্রিপ্ট পঠনটি ৩১শে জুলাই, ২০১৯ নাগাদ সিওলের সংগাম-ডাংয়ে হয়।

২০১৯ সালের আগস্ট মাসের শেষের দিকে সুইজারল্যান্ডে শুটিং আরম্ভ হয় ও পরবর্তীকালে, চুসোক পার্বণের ছুটিপর চিত্রগ্রহণ চালিয়ে যেতে অভিনেতা এবং কলাকুশলীবৃন্দ মঙ্গোলিয়ার উদ্দেশ্যে রওনা হন।

                                     
 • দ স ট র - দ প রড উস র হ ট ল দ ল ল ন ক র য শ ল য ন ড অন ইউ ইটস ওক ই ট নট ট ব ওক দ য ট ন ইট চ র