Back

ⓘ বিষয়শ্রেণী:ইরানের প্রাদেশিক রাজধানী
                                               

কেরমানশাহ

কেরমানশাহ, এছাড়াও বাখতারান বা কারমানশাহান নামে পরিচিত, কেরমানশাহ প্রদেশ রাজশাধানী ও শহর। এটি ইরানের রাজধানী তেহরান থেকে ৫২৫ কিলোমিটার দুরে ইরানের পশ্চিম অংশে অবস্থিত। ২০১৬ সালের আদমশুমারি অনুসারে এর জনসংখ্যা ৯৪৬,৬৮১ জন । জনসংখ্যার বেশিরভাগ লোক দক্ষিণ কুর্দিশ ভাষায় কথা বলে। কেরমানশাহের একটি মাঝারি ও পাহাড়ী জলবায়ু রয়েছে। কেরমানশাহ ইরানের বৃহত্তম কুর্দি ভাষী শহর। কেরমানশাহের বেশিরভাগ বাসিন্দা শিয়া মুসলিম হলেও এখানে সুন্নি মুসলিম, ইয়ারসানিজম ইত্যাদি সংখ্যালঘু রয়েছে। ‎

                                               

হামাদান

হামাদান বা হামেদান ইরানের হামাদান প্রদেশের রাজধানী শহর। ২০০৬ খ্রিষ্টাব্দে আদমশুমারি অনুযায়ী এই শহরের জনসংখ্যা ৪,৭৩,১৪৯ এবং পরিবার সংখ্যা ১,২৭,৮১২। হামাদানকে ইরান ও পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর অন্যতম হিসেবে ধরা হয়। ১১০০ খ্রিষ্টাপূর্বা‌ব্দে এটি এসিরিয়ানরা এই শহর দখল করেছিল এমন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাচীন গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাসের বক্তব্য অনুসারে এই শহর ৭০০ খ্রিষ্টপূর্বে মেডাসের রাজধানী ছিল। ইরানের মধ্যপশ্চিম অংশে ৩,৫৭৪ মিটার আলওয়ান্দ পর্বতমালায় হামাদানের সবুজ পাহাড়ী এলাকা রয়েছে। হামাদান সমুদ্রপৃষ্ট থেকে ১,৮৫০ মিটার উচুতে অবস্থিত। পুরনো শহরের বিশেষ বৈশিষ্ট্য ও এর ঐতিহাসিক স্থানগুল ...