Back

ⓘ এম. এ. জব্বার (রাজনীতিবিদ)
                                     

ⓘ এম. এ. জব্বার (রাজনীতিবিদ)

এম এ জব্বার বাংলাদেশের সাতক্ষীরা জেলার জাতীয় পার্টির রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ছিলেন।

                                     

1. রাজনৈতিক ও কর্মজীবন

জব্বার জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি ঢাকার হোটেল সুন্দরবন, জব্বার টাওয়ার ও খুলনার হোটেল পার্কের মালিক ছিলেন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে সাতক্ষীরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।