Back

ⓘ ২০১৯-২০ ভারত মহিলা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
২০১৯-২০ ভারত মহিলা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
                                     

ⓘ ২০১৯-২০ ভারত মহিলা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর

ভারত মহিলা ক্রিকেট দল নভেম্বর ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর করে। সফর সূচীতে অন্তর্ভূক্ত ছিল তিনটি মহিলাদের একদিনের আন্তর্জাতিক, যা হচ্ছে ২০১৭-২০ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার অংশ, ও পাঁচটি মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচ। ভারত ওডিআই সিরিজটি ২-১ এ জয় লাভ করে।

                                     

1. দলীয় সদস্য

সিরিজটি শুরুর পূর্বে চিনেলী হেনরিকে স্কোয়াড থেকে বাদ দিয়ে, হিলি ম্যাথিউস ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে ডাকা হয়। কারণ ম্যাথিউস ৮ খেলার নিষেধাজ্ঞা কাটিয়ে খেলার জন্য প্রস্তুত ছিল। দ্বিতীয় ওডিআইয়ের শুরুতে, কানেইশা আইজ্যাককে দলে অন্তর্ভূক্ত করা হয় এবং বাদ দেয়া হয় ব্রিটনি কুপারকে।