Back

ⓘ বিষয়শ্রেণী:সিস্ট
                                               

ডিম্বাশয় থলি

ডিম্বাশয় থলি হল ডিম্বাশয়ের মধ্যে একটি তরল ভরা অস্বাভাবিক থলি। প্রায়ই এর কোন লক্ষণ থাকেনা। মাঝে মাঝে উদরস্ফীতি, তলপেটে ব্যথা অথবা পিঠের নিচের অংশে ব্যথা দেখা যেতে পারে।। অধিকাংশ থলিই ক্ষতিকর নয়। যদি থলিটি ফেটে যায় অথবা ডিম্বাশয় মুচড়ে যায়, প্রচন্ড ব্যথা হতে পারে। এর থেকে বমি হতে পারে অথবা দুর্বল লাগতে পারে। একে ইংরেজিতে ওভারিয়ান সিস্ট বলে। অধিকাংশ ডিম্বাশয় থলি যেমন ফলিকিউলার থলি সমূহ অথবা করপাস লুটেয়াম থলি সমূহ ডিম্বপাত এর সঙ্গে সম্পর্কযুক্ত হয়। অন্যান্য ধরনের মধ্যে আছে এন্ডোমেট্রিওসিস এর জন্য থলি, ডারময়েড থলি এবং থলিাডেনোমা সমূহ। পলিথলিিক ওভারিয়ান সিনড্রোম অসুখে দুটি ডিম্বাশয় ...