Back

ⓘ বোতল ব্রাশ
বোতল ব্রাশ
                                     

ⓘ বোতল ব্রাশ

বোতল ব্রাশ, হচ্ছে বোতল ব্রাশ পরিবারের একটি উদ্ভিদ। এটিকে একটি চমৎকার দর্শন বাগানের গাছ হিসাবে ধরা হয়।

                                     

1. বিবরণী

আকার

ক্যাজুপুট গোত্রের প্রজাতি। অষ্ট্রেলিয়ার চির সবুজ প্রজাতি। পাতা সরু ও লম্বা, ৩-৬*১ সেমি, সরু ডালের আগায় গুচ্ছবদ্ধ।তবে ে গাছের আকার ছোট এবং ডালগুলো অনেক ঝুলন্ত।পাতা সরু ও লম্বা।

শ্রেণীকরণ

এই প্রজাতিকে "Exotic Pest Plant Council" EPPC ২০০৯-২০১১ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশে আগ্রাসী হিসেবে শ্রেণীকরণ করেছে।

ফুল

সারা বছর কয়েকবার ফুল ফোটে। ডালের আগায় ঝুলন্ত ছোট ছোট লাল ছড়া, দেখতে ব্রাসের মত। গাছটি লম্বায় ০.৫ মিটার থেকে ৮ মিটার পর্যন্ত উচু হতে পারে।

বীজ

ছোট ছোট ফলে অসংখ্য বীজ। বীজ, কলম ও দাবাকলমে চাষ।

ফুল ফোটার সময় সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে।