Back

ⓘ বিয়ানীবাজার পৌরসভা
বিয়ানীবাজার পৌরসভা
                                     

ⓘ বিয়ানীবাজার পৌরসভা

সিলেট শহর থেকে ৫১ কিঃ মিঃ পূর্বে বিয়ানীবাজার পৌরসভার অবস্থান। পৌরসভার উত্তরে কুড়ারবাজার ইউনিয়ন, দক্ষিণে মোল্লাপুর ইউনিয়ন, পূর্বে মুড়িয়া ইউনিয়ন এবং পশ্চিমে মাথিউরা ইউনিয়ন ও মোল্লাপুর ইউনিয়ন।

                                     

1. ইতিহাস

৩০ এপ্রিল ২০০১ সালে বিয়ানীবাজার পৌরসভা গঠিত হয়। ১৭ মে ২০০৫ সালে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়। ৩১ জুলাই ২০১৭ সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বিয়ানীবাজার হচ্ছে সর্ববৃহৎ তেলের খনি। বিয়ানীবাজারের আনারসের খ্যাতি দেশ জুড়ে। এছাড়া কমলালেবু, ভুবি লটকন ফল,লিচু, সুগন্ধি তেজপাতা, সাতকরার সুনাম সুবিদিত।

                                     

2. কৃতী ব্যক্তিত্ব

  • কৃষ্ণা প্রিয়া চৌধুরাণী - সিলেটের প্রথম মহিলা কবি
  • বৃন্দাবন দাস ঠাকুর
  • নৈমায়িক মহেশ্বর ন্যায়লংকার,
  • নৈমায়িক রঘুনাথ শিরোমনি
  • শ্রীবাস পণ্ডিত - শ্রী চৈতন্যের অন্যতম পার্ষদ