Back

ⓘ আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ
                                     

ⓘ আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ

আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ বাংলাদেশের কওমি মাদরাসাসমূহের সরকার স্বীকৃত ইসলামি শিক্ষা বোর্ড। সরকার ১১ এপ্রিল ২০১৮ সালে এই বোর্ডের অধীনে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীস কে মাস্টার্সের সমমান মর্যাদা প্রদান করে।

                                     

1. অধীনস্থ বোর্ড

বর্তমানে কওমি মাদ্রাসার ৬ টি বোর্ডের অন্তর্ভুক্ত বাংলাদেশের সব ক’টি দাওরায়ে হাদীস কওমি মাদ্রাসা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে নিবন্ধিত।

এগুলি হচ্ছে:

 • জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ
 • বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা
 • আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ
 • বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
 • আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ
 • তানযীমুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশ
                                     

2. পটভূমি

বাংলাদেশের প্রধানমন্ত্রী উলামায়ে কেরামের উপস্থিতিতে কওমি মাদরাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে ও দারুল উলূম দেওবন্দের মূলনীতিকে ভিত্তি ধরে কওমি মাদরাসার সর্বোচ্চ পরীক্ষা দাওরায়ে হাদীস কে মাস্টার্স ইসলামী শিক্ষা ও আরবি এর সমমানের মর্যাদা প্রদানের ঘোষণা দেন। ১৩ এপ্রিল ২০১৭ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব স.বি ১ আব্দুস সাত্তার মিয়া এ মর্মে একটি প্রজ্ঞাপন জারি করেন। ১০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ" আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীন ‘কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদীস তাকমীল এর সনদকে মাস্টার্স ডিগ্রি ইসলামী শিক্ষা ও আরবি এর সমমান প্রদান বিল ২০১৮” জাতীয় সংসদে উত্থাপিত হয় এবং ১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখ জাতীয় সংসদে এ বিল পাস হয়। ৮ অক্টোবর ২০১৮ তারিখে বিল রাষ্ট্রপতির সম্মতি লাভ করে এবং সর্বসাধারণের অবগতির জন্য সংসদ সচিবালয় কর্তৃক গেজেট আকারে প্রকাশ করেন।

                                     

3. উদ্দেশ্য

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল একটি আদর্শ পাঠ্যক্রম নিশ্চিত করার জন্য এবং ছয় কাওয়মি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সমস্ত প্রতিষ্ঠানের কেন্দ্রীভূত পরীক্ষা নেয়া এবং এ উদ্দেশ্য পূরণে সরকারি স্বীকৃতি লাভ করা। মূল কাজগুলি হল: পাঠ্যক্রম তৈরি, শিক্ষার মান পরীক্ষা, পরীক্ষার ব্যবস্থা এবং ডিগ্রী প্রদান।

বাংলাদেশে উল্লেখযোগ্য কয়েকটি কাওমি মাদ্রাসা:

 • জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদারীপুর
 • জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা
 • আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি
 • জীরি মাদরাসা, চট্রগ্রাম।
 • জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।
 • জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর
 • জামিয়া রহমানিয়া রহমান ঢাকা
 • আল জামিয়া আল ইসলামিয়া পাটিয়া
 • জামায়াতুল উলুম আল-ইসলামিয়া লালখান বাজার
 • জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহ. সিলেট
 • বাইতুল উলূম ঢালকানগর মাদরাসা গেন্ডারিয়া, ঢাকা
 • জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, বিয়ানীবাজার, সিলেট
 • জামিয়া দারুল মরিফ আল ইসলামিয়া
 • জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর সিলেট
 • জামিয়া শরিয়াহ মালিবাগ, ঢাকা
 • জামিয়া কোরানিয়া আরাবিয়া লালবাগ
 • আল জামায়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম
 • জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া
 • জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা


                                     
 • জন য রয ছ গণপ রজ তন ত র ব ল দ শ সরক র কর ত ক গঠ ত স বতন ত র স স থ - আল হ ইআত ল উলয ল ল জ ম আত ল কওম য ব ল দ শ ব ল দ শ কওম - ব শ বব দ য লয উচ চ - শ ক ষ
 • কর হয ম দ র স ট র প ঠ যক রম দ রস ন জ ম অন স র ত র এট আল হ ইআত ল উলয ল ল জ ম আত ল কওম য র অধ ন দ ওর য হ দ স এব ব ফ ক ল ম দ র স ল আর ব য র
 • কর ন পদ ধ ক র বল ত ন আল হ ইআত ল উলয ল ল জ ম আত ল কওম য ব ল দ শ র স থ য কম ট র সদস য ইত ত ফ ক ল ম দ র স ল কওম য ম হ ম মদপ র র ত ন সভ পত
 • করল আইন অন স র কওম ম দর স র ট ব র ড র সমন বয আল হ ইআত ল উলয ল ল জ ম আত ল কওম য ব ল দ শ গঠন কর হয এ স স থ র ন ত ত বও আহমদ শফ র উপর ন যস ত
 • ত ন ব ফ ক ল ম দ র স ল আর ব য ব ল দ শ র সহ - সভ পত আল হ ইআত ল উলয ল ল জ ম আত ল কওম য ব ল দ শ র সদস য ত নয ম ল ম দ র স আঞ চল ক কওম ম দ র স
 • ব ফ ক ল ম দ র স ল আর ব য ব ল দ শ স ক ষ প ব ফ ক, হল ব ল দ শ র কওম ম দর স সম হ র সবচ য ব হত তম ব র ড এট ব ল দ শ কওম ম দর স শ ক ষ ব র ড ন ম ও
 • আম ন - ম ফত শ ক ষক, র জন ত ব দ ও স ব ক স সদ সদস য হ টহ জ র ম দ র স আল জ ম য আল ইসল ম য পট য জ ম য ইসল ম য দ র ল উল ম ম দ ন য জ ম য ক রআন য