Back

ⓘ হিমুর একান্ত সাক্ষাৎকার ও অন্যান্য
                                     

ⓘ হিমুর একান্ত সাক্ষাৎকার ও অন্যান্য

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে হিমু অন্যতম। হিমু সিরিজের প্রথম বই হলো ময়ূরাক্ষী । হিমু সিরিজের বইগুলোর মধ্যে হিমুর একান্ত সাক্ষাৎকার ও অন্যান্য ১৮তম।

হিমুর একান্ত সাক্ষাৎকার ও অন্যান্য বইটি ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম প্রকাশিত হয়। অন্বেষা প্রকাশন থেকে বইটি বের হয়। বইটিকে হিমু সিরিজের বই বলা হলেও হিমু সম্পর্কিত মাত্র একটি ছোট গল্প রয়েছে বইটিতে।