Back

ⓘ আমান্সিও আমারো
আমান্সিও আমারো
                                     

ⓘ আমান্সিও আমারো

আমান্সিও আমারো সাধারণভাবে যিনি আমান্সিও নামেও পরিচিত, হলেন একজন স্পেনীয় ফুটবল খেলোয়াড়। তার ডাকনাম এল ব্রুজো । তিনি দেপোর্তিবো লা করুনিয়া, রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে খেলছেন।

                                     

1. ম্যানেজার হিসেবে

অবসরেপর তিনি রিয়াল মাদ্রিদ যুব দলের দায়িত্ব নেন। যদিও একবছর পর তা ছেড়ে দেন সম্পূর্ন ব্যবসায়ী হওয়ার জন্য।

১৯৮২ সালে সদ্য সভাপতি পদাভিষিক্ত লুইস দে কার্লোস তাকে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার দায়িত্ব দেন। তারদল সেগুন্দা ডিভিশনের শিরোপা জয় লাভ করে।

১৯৮৪–৮৫ সালে তাকে প্রথম দলের দায়িত্ব দেওয়া হয়। আশানুরুপ ফলাফল না হওয়ায় তিনি তার পদ ছেড়ে দেন।

                                     

2. অর্জন

ক্লাব

রিয়াল মাদ্রিদ
 • লা লিগা: ১৯৭২–৬৩, ১৯৬৩–৬৪, ১৯৬৪–৬৫, ১৯৬৬–৬৭, ১৯৬৭–৬৮, ১৯৬৮–৬৯, ১৯৭১–৭২, ১৯৭৪–৭৫, ১৯৭৫–৭৬
 • কোপা দেল রে: ১৯৬৯–৭০, ১৯৭৩–৭৪, ১৯৭৪–৭৫
 • ইউরোপীয় কাপ: ১৯৬৫–৬৬

একক

 • উয়েফা ইউরোপিয়ান টিম অফ দা টুর্নামেন্ট: ১৯৬৪
 • পিচিচি: ১৯৬৮–৬৯, ১৯৬৯–৭০
 • পিচিচি: সেগুন্দা ডিডিশন ১৯৬১–৬২
 • ফিফা একাদশ: ১৯৬৮
 • ব্যালোন ডিঅর: তৃতীয় স্থান, ১৯৬৪
                                     

3. বহিঃসংযোগ

 • আরএসএসএসএফ এ আন্তর্জাতিক উপাত্ত
 • জাতীয় দলের উপাত্ত স্পেনীয়
 • ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে আমান্সিও আমারো ইংরেজি
 • আমান্সিও আমারো – ফিফা প্রতিযোগিতার রেকর্ড ইংরেজি
 • রিয়াল মাদ্রিদ আর্কাইভ স্পেনীয়
 • BDFutbol-এ আমান্সিও আমারো ম্যানেজার প্রোফাইল
 • বিডিফুটবলে আমান্সিও আমারো ইংরেজি