Back

ⓘ বের্টিল মাল্মবের্গ
                                     

ⓘ বের্টিল মাল্মবের্গ

বের্টিল মাল্মবের্গ একজন সুয়েডীয় ভাষাবিজ্ঞানী। তিনি সুইডেনের লুন্দ বিশ্ববিদ্যালয়ে ধ্বনিবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। এর আগে তিনি ঐ বিশ্ববিদ্যালয় থেকেই রোমান্স ভাষার উপর গবেষণা করে ১৯৪০ সালে ডক্টরেট লাভ করেছিলেন।