Back

ⓘ দিলকুশা, ঢাকা
দিলকুশা, ঢাকা
                                     

ⓘ দিলকুশা, ঢাকা

দিলকুশা বাংলাদেশ এর রাজধানী ঢাকায় অবস্থিত একটি বাণিজ্যিক কেন্দ্র। এটি মতিঝিল থানার মধ্যে অবস্থিত। উনবিংশ এবং বিংশ শতাব্দীর শুরুতে এটি ঢাকা নবাব পরিবারের একটি বাগান ছিল। এতে অবস্থিত প্রাসাদের নাম ছিল দিলকুশা।