Back

ⓘ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
                                     

ⓘ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং {lang-en|Diploma in Engineering} হচ্ছে মানুষের সমস্যাবলী সমাধান এবং জীবনকে সহজ করার জন্য বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োগ। প্রকৌশলীগণ বিজ্ঞান, প্রযুক্তি, গণিত এবং বাস্তব অভিজ্ঞতা প্রয়োগ করবার জন্য তাঁদের কল্পনাশক্তি, বিচারক্ষমতা এবং যুক্তিপ্রয়োগক্ষমতা ব্যবহার করেন। এর ফলাফল হচ্ছে উন্নততর নিত্য প্রয়োজনীয় বস্তু ও নিত্যব্যবহার্য কর্মপদ্ধতির আবির্ভাব যা প্রতিদিনের জীবনকে সহজ করে দেয়। মূলত, মাধ্যমিক পরীক্ষাপর পলিটেকনিক ইন্সটিটিউট বা ইঞ্জিনিয়ারিং কলেজে ৪ বছর মেয়াদী যে ইঞ্জনিয়ারিং পড়ানো হয় তাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বলে। যার গ্রেড মান ১৪। যেখানে উচ্চ মাধ্যমিকের গ্রেড মান ১২, ডিগ্রির গ্রেড মান ১৫ ও অনার্সের ১৬।

                                     

1. বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং

পলিটেকনিক ইন্সটিটিউট সমূহে ইংরেজি: Polytechnic Institute বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চার৪ বছর মেয়াদী শিক্ষাক্রম পরিচালিত হয়। চার বছর মেয়াদী শিক্ষাক্রম আটটি৮ পর্বে বিভক্ত যাদের সেমিষ্টার বলা হয়। এক একটি সেমিষ্টারের কার্য দিবস ১৬-১৮ সপ্তাহ। সে হিসেবে প্রতি বর্ষের কার্য দিবস ৩২-৩৬ সপ্তাহ। নির্ধারিত কার্য দিবস শেষ হওয়াপর পর্ব সমাপণি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 • বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি

বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি বাংলাদেশের একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যা ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়।

 • মাইনিং এন্ড মাইন সার্ভে টেকনোলজী

বাংলাদেশের একমাত্র খনিজ সম্পদ বিষয়ক অনুষদ যা ২০০৬ সালে খসড়া কয়লা নীতির সুপারিশ অনুসারে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটে কার্যক্রম শুরু করে।

 • বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট: শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট ১৯১৪ সালে প্রতিঠিত হয়। এই প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে চার বছর মেয়াদী একটি কোর্স চালু আছে। বাংলাদেশ সার্ভে ইন্সটিটিটে প্রথম শিফ্ট ও দ্বিতীয় শিফ্টে ছাত্র-ছাত্রীদের শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সার্ভে কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের মানোন্নয়ন ও দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা হচ্ছে। ছাত্র-ছাত্রীরা এই শিক্ষা গ্রহণ করে দেশের অভ্যন্তরে এই শিক্ষা সংশিষ্ট বিভিন্ন সংস্থায় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় দক্ষতার সহিত নিয়োজিত আছে।
 • এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউটATI
 • বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস: ইংরেজি: Bangladesh Institute of Glass and Ceramics বাংলাদেশের একমাত্র এবং সবচেয়ে পুরাতন ইন্সটিটউট। এই পলিটেকনিক ইনস্টিটিউটটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানে বর্তমানে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে চার বছর মেয়াদী" ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং” কোর্স চালু রয়েছে।
 • গ্রাফিক আর্টস ইন্সটিটিউট: বাংলাদেশের একমাত্র প্রিন্টিং এবং গ্রাফিক ডিজাইন ইন্সটিটউট। এই পলিটেকনিক ইন্সটিটউটটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানে বর্তমানে চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ৩ টি বিভাগ চলমান রয়েছে।

বাংলাদেশের ১৫টি এটিআইতে ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার ৪ বছর মেয়াদীকোর্সটি পড়ানো হয়।এছাড়াও বেসরকারীভাবে ১৬০মতো প্রতিষ্ঠানে ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার ৪ বছর মেয়াদীকোসটি পড়ানো হয়।

বাংলাদেশের সরকারি ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার কোর্স এর কয়েকটি প্রতিস্ঠানের নাম:-

১।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট ATI, শেরে বাংলা নগর, ঢাকা।

২।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট ATI, তাজহাট রংপুর।

৩।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট ATI, রহমতপুর, বরিশাল।

৪।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট ATI, খাদিমনগর, সিলেট।

৫।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট ATI, শেরপুর।

৬।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট ATI, দৌলতপুর, খুলনা।

৭।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট ATI, হমনা, কুমিল্লা

৮।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট ATI, ঈশ্বরদী,পাবনা

৯।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট ATI, রাঙ্গামাটি।

১০।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট ATI, গাজীপুর।

বাংলাদেশের বেসরকারী ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার কোর্স এর কয়েকটি প্রতিষ্ঠানের নাম:-

১।আবুল বাশার কৃষি কলেজ, ঢাকা।

২।তমালতলা কৃষি ও কারিগরি কলেজ,বাগাতি পাড়া, নাটোর।

৩।এম.এস.জোহা কৃষি কলেজ,হারদী,আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

৪। খান জাহান আলী কৃষি কলেজ,ডুমুরিয়া, খুলনা।

৫। ব্রেইলী ব্রীজ এগ্রিকালচার এন্ড পলিটেকনিক ইনিষ্টিটিউট,মীরবাগ,কাউনিয়া রংপুর।"

                                     

2. পলিটেকনিক ইন্সটিটিউটের সংখ্যা

বর্তমানে ৪৯টি সরকারী পলিটেকনিক ইন্সটিটিউট রয়েছে। এর মধ্যে পুরোনো ইন্সটিটিউটের সংখ্যা ২০টি, যেগুলো পুরোপুরি সরকারি। নতুন রাজস্বভুক্ত ইন্সটিটিউটের সংখ্যা পাঁচটি, মনোটেকনিক ইন্সটিটিউট তিনটি, প্রকল্পভুক্ত ১৮টি ও মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের সংখ্যা তিনটি।

বেসরকারী পলিটেকনিকের সংখ্যা ৩৮৭টি

সরকারি পাবলিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট

 • দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট, পুলহাট, দিনাজপুর
 • বরিশাল টেক্সটাইল ইন্সটিটিউট, গৌরনদী, বরিশাল
 • নাটোর টেক্সটাইল ইন্সটিটিউট, নাটোর
 • টাঙ্গাইল টেক্সটাইল ইন্সটিটিউট, বাজিতপুর, টাঙ্গাইল
 • রংপুর টেক্সটাইল ইন্সটিটিউট, রংপুর
 • চট্টগ্রাম টেক্সটাইল ইন্সটিটিউট, চট্টগ্রাম
                                     
 • স ল ড প ল ম - ইন - স ভ ল - ইঞ জ ন য র ও ড প ল ম - ইন - ইঞ জ ন য র স র ভ য চ ল হয - শ ক ষ বর ষ হত শ ধ চ র বছর ম য দ ড প ল ম - ইন
 • দ ইট ব ভ গ অন ষ ঠ ত হয ব এস স ইন ট ক সট ইল ইঞ জ ন য র এর ছ ত রছ ত র ব ন দ ড প ল ম ইন ট ক সট ইল ইঞ জ ন য র এর ছ ত রছ ত র ব ন দ কল জ কর ত পক ষ
 • প র র থ দ র ক র গর শ ক ষ ব র ড র অধ ন ড প ল ম ইন ট ক সট ইল ইঞ জ ন য র ড প ল ম ইন জ ট ইঞ জ ন য র ড প ল ম ইন গ র ম ন টস ড জ ইন ও প য ট র ন, 55
 • পর চ ল ত ড প ল ম ইন কম প উট র ইঞ জ ন য র বৎসর ম য দ ড প ল ম ইন ইল কট র ক য ল ইঞ জ ন য র বৎসর ম য দ ড প ল ম ইন স ভ ল ইঞ জ ন য র বৎসর
 • ট ক সট ইল ইঞ জ ন য র বছর ম য দ ড প ল ম - ইন - ফর স ট র ড প ল ম - ইন - ল ইভস টক ড প ল ম - ইন - ড প ল ম ইন ট কন ক য ল এড ক শন ড প ল ম - ইন - জ ট ট কন ল জ
 • ইঞ জ ন য র ড গ র এব ব ল দ শ ক র গর শ ক ষ ব র ড এর অধ ন ড প ল ম ইন ট ক সট ইল ইঞ জ ন য র ড গ র প রদ ন কর থ ক এছ ড প রত ষ ঠ ন ট ত ত দ র ব ভ ন ন
 • ট ক সট ইল ড প ল ম ক র স ব ত ল কর সরক র এক ব ল দ শ ট ক সট ইল ব শ বব দ য লয - এর আওত য ন য ট ক সট ইল প রক শল চ র বছর ম য দ ব এসস ইন ট ক সট ইল
 • জ আইএস, প স ট গ র জ য ট ইন র ব ট কস, প স ট গ র জ য ট ইন ইন ড স ট র য ল ম ইনট ন য ন স ইঞ জ ন য র এব প স ট গ র জ য ট ড প ল ম ইন অ য ডভ ন সড ম য ন ফ য কচ র
 • প রত ষ ঠ নক ড প ল ম ইঞ জ ন য র য উন ন ত কর র স দ ধ ন ত ন য ছ ন স ল ব ল দ শ ক র গর শ ক ষ ব র ড র স থ য ক ত হয ইঞ জ ন য র ড গ র ত চ র
 • অবস থ ত আইএসট ত ড প ল ম স ন তক ও স ন তক ত তর পর য য শ ক ষ দ ন কর ব এসস ইন কম প উট র স য ন স এ য ন ড ইঞ জ ন য র ব এসস ইন ইল কট রন ক স এ য ন ড