Back

ⓘ সিস্টেমরেস্কিউসিডি
সিস্টেমরেস্কিউসিডি
                                     

ⓘ সিস্টেমরেস্কিউসিডি

সিস্টেমরেস্কিউসিডি এক্স৮৬ প্ল্যাটফরমের জন্যে একটি অপারেটিং সিস্টেম, যদিও এর প্রাথমিক উদ্দেশ্য আনবুটেবল ও ড্যামেজফ কম্পিউটার সিস্টেম ঠিক করা। সিস্টেমরেস্কিউসিডিকে মূল অপারেটিং সিস্টেম হিসেবে বানানো হয়নি। এটি লাইভ সিডি, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ অথবা যেকোন হার্ড ড্রাউভ থেকে চলে। এটি জেন্টু লিনাক্সের উপর ভিত্তি করে নির্মিত।