Back

ⓘ পেন্টু
পেন্টু
                                     

ⓘ পেন্টু

পেন্টু একটি লাইভ সিডি ও লাইভ ইউএসবি ডিজাইনকৃত পেনেট্রেশন টেস্টিং ও নিরাপত্তা মূল্যায়ক।। জেন্টু-ভিত্তিক এ লিনাক্স ডিস্ট্রিবিউশন-এর ৩২ ও ৬৪ বিট ইন্সটলযোগ্য লাইভ সিডি রয়েছে। জেন্টুর ওভারলে হিসেবেও পেন্টু ইন্সটলের সুবিধা রয়েছে। এটাতে প্যাকেট ইনজেকশন অয়াচড ওয়াইফাই ড্রাইভার, জিপিজিপিইউ ক্র‍্যাকিং সফটওয়্যার, এবং পেনেট্রেশন টেস্টিং ও সিকিউরিটি এসেসমেন্টের জন্যে অন্যান্য অনেক টুল রয়েছে। পেন্টু কার্নেলে জিআরসিকিউরিটি ও প্যাক্স হার্ডেনিং ও আলাদা হার্ডেন্ড টুলচেইন থেকে কম্পাইলকৃত বাইনারি যুক্ত প্যাচ রয়েছে।