Back

ⓘ ভিনাক্স
                                     

ⓘ ভিনাক্স

ভিনাক্স অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যবহারকারীদের জন্যে বানানো একটি বিশেষ লিনাক্স ডিস্ট্রিবিউশন। এটি উবুন্টুর একটি সংস্করণ, যেখানে দুটো স্ক্রিন রিডার, দুটো ফুল স্ক্রিন ম্যাগনিফায়ার ও গ্লোবাল ফন্ট সাইজ ও রঙ পরিবর্তনের সুবিধা অন্তর্ভুক্ত থাকে। এখানে ইউএসবি ব্রেইলি ডিসপ্লেও সাপোর্ট করে।