Back

ⓘ অরোরা (লিনাক্স ডিস্ট্রিবিউশন)
অরোরা (লিনাক্স ডিস্ট্রিবিউশন)
                                     

ⓘ অরোরা (লিনাক্স ডিস্ট্রিবিউশন)

অরোরা নেটবুকের জন্যে একটি অপারেটিং সিস্টেম। বর্তমান সংস্করণটি উবুন্টু-ভিত্তিক, যদিও এরপরের সংস্করণগুলো ডেবিয়ান আনস্টেবলের উপর ভিত্তি করে নির্মিত হতে পারে। ইইইবুন্টু মূলত আসুস ইইই পিসির জন্যে ডিজাইন করা হয়েছিলো।

চারটি ভিন্ন ভিন্ন সংস্করণ রয়েছে: স্ট্যান্ডার্ড, এনবিআর, বেস এবং এলএক্সডিই।