Back

ⓘ খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ
                                     

ⓘ খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ

খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ বা খুলনা ওয়াসা খুলনাতে অবস্থিত পানি এবং পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ। এটি বর্তমানে খুলনা সিটি করপোরেশনের দিক নির্দেশনায় কাজ করে।

                                     

1. ইতিহাস

খুলনা শহরে প্রথম পানি সরবরাহের ব্যবস্থা চালু হয় ১৯২১ সালে। তৎকালীন সময় দিনে ৯০০ ঘনমিটার পানি উত্তোলিত হতো। ১৯৬০ সালে প্রথম বাণিজ্যিক নলকূপের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা চালু হয়। ২০০৮ সালের ২মার্চ তারিখে ১৯৯৬ সালের ওয়াসা অধ্যাদেশ-৩ এর বলে খুলনা ওয়াসা প্রতিষ্ঠা করা হয়।

                                     
  • প ন সরবর হ ও পয ন ষ ক শন কর ত পক ষ ব ওয স ব ল দ শ র বড শহরগ ল র প ন সরবর হ এব পয ন ষ ক শন র ক জ ন য জ ত একট সরক র প রত ষ ঠ ন এট স শ ল ষ ট