Back

ⓘ বিষয়শ্রেণী:এশিয়ার পর্বতমালা
                                               

জেবেল আখদার (ওমান)

জেবেল আখদার, জাবাল আখদার বা জাবাআল আখদার, ওমানের আদ দাখিলিয়াহ গভর্নোরেটের আল হাজর পর্বতমালার একটি অংশ। এটি উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্বে প্রায় ৩০০ কিলোমিটার বিস্তৃত, এটি ওমান উপসাগর উপকূল হতে ৫০-১০০ কিলোমিটার মাঝে অবস্থিত। এটির সর্বোচ্চ পয়েন্ট জেবেল শামস প্রায় ৩,০০০ মিটার উচুঁ। এই চুনাপথরের পাহাড়টি সমগ্র পূর্ব আরব ও ওমানের সর্বোচ্চ বিন্দু। জেবেল আখদার, আল হাজর পর্বতমালার কেন্দ্রে এবং মাস্কাট থেকে ১৫০ কিলোমিটার ৯৩ মাইল দূরে অবস্থিত। এই সীমানার বেশিরভাগ অঞ্চলই মরুভূমি, কিন্তু উচুঁ জায়গায় প্রতি বছর ৩০০ মিলিমিটার ১২ ইঞ্চি বৃষ্টি হয় - যা গুল্ম, বৃক্ষ এবং কৃষিকার্য করার জন্য যথেষ্ট। আর ...

                                               

থিয়েন শান পর্বতমালা

থিয়েন শান পর্বতমালা মধ্য এশিয়ার একটি পর্বতশৃঙ্খল। এটির সিংহভাগ কিরগিজস্তান ও উত্তর-পশ্চিম চীনে অবস্থিত। পর্বতমালাটি পূর্ব-পশ্চিমে প্রায় ২৫০০ কিলোমিটার দীর্ঘ। এর সর্বোচ্চ শৃঙ্গটির নাম ভিক্টোরী পর্বতশৃঙ্গ বা পিক পোবেদা, যার উচ্চতা ৭৪৩৯ মিটার। ১৯৪৩ সালে একটি সোভিয়েত অভিযানে শৃঙ্গটি আবিষ্কৃত হয়। থিয়েন শান পর্বতমালার অধিবাসীদের সিংহভাগই উজবেকিস্তানের ফেরগানা উপত্যকায় বাস করে।