Back

ⓘ বিষয়শ্রেণী:দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা
                                               

দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা

দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা বলতে মূলত শহরাঞ্চলে প্রচলিত উচ্চক্ষমতাসম্পন্ন ও দ্রুতগামী বৈদ্যুতিক যাত্রীবাহী রেলব্যবস্থাকে বোঝায়। দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থার যানবাহন সাধারণত সড়কপথের সমতলে না থেকে ভূগর্ভস্থ পথে বা ভূমি থেকে উঁচুতে নির্মিত রেলপথে চলে। দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থার রেলগাড়িগুলি অন্য যানবাহন থেকে পৃথকভাবে নিজস্ব পথে চলাচল করে। সাধারণত শহরে বিদ্যমান সড়কের উপরে বা নিচে রেলপথ তৈরি করেই দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থার কাজ চালানো হয়। নগরকেন্দ্রের বাইরে দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থার রেলপথগুলি স্তর-পৃথকীকৃত ভূসমতলস্থিত পথের উপর থাকে। দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থাতে বৈদ্যুতিক রেলগাড়িগুলি ...

                                               

দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থার তালিকা

                                               

কলকাতা মেট্রো

কলকাতা মেট্রো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও তার পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও হাওড়া জেলার অংশবিশেষে পরিষেবা প্রদানকারী দ্রুত পরিবহণ ব্যবস্থা। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুসারে, কলকাতা মেট্রোর দুটি সক্রিয় যাত্রাপথ রয়েছে, একটি হলো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত দীর্ঘ ৩১.৩৬ কিমি মেট্রো লাইন এবং অপরটি ৭.২০৫ কিমি দীর্ঘ সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান মেট্রো লাইন। এই ব্যবস্থায় ৩৮.৫৬৫ কিলোমিটার পথে ব্রডগেজ এবং আদর্শগেজ উভয় বিস্তারযুক্ত ৩৩ টি মেট্রো স্টেশন বিদ্যমান, যার মধ্যে ১৬ টি স্টেশন ভূগর্ভস্থ, ১৫ টি স্টেশন উত্তোলিত এবং ২ টি স্টেশন ভূমিগত। এছাড়া আর ...

                                               

গুয়াংজু সাবওয়ে

গুয়াংজু সাবওয়ে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত দেশটির ৬ষ্ঠ বৃহত্তম শহর গুয়াংজুকে সেবা প্রদানকারী দ্রুত পরিবহন ব্যবস্থা। বর্তমানে ১৯টি স্টেশনের একটি লাইন নিয়ে এটি গঠিত, যা ২০০৪ সাল থেকে জনগণের জন্য উন্মুক্ত। ভবিষ্যতে আরও লাইন যোগ করার পরিকল্পনা আছে।

                                               

টরন্টো ট্রানজিট

টরন্টো ট্রানজিট কমিশন বা টি.টি.সি হচ্ছে কানাডার ওন্টারিও প্রভিন্সের রাজধানী শহর টরন্টোর জন পরিবহন সংস্থা। ভূ-উপরিস্থিত বাস সার্ভিস, ট্রাম, রেল এবং পাতাল রেল সমন্বয়ে এই সংস্থা মেট্রো টরন্টোর একমাত্র রাষ্ট্রীয় জন পরিবহন সংস্থা। নগর কর্তৃপক্ষ ১৮৬১ সালে প্রথম স্ট্রীট রেলওয়ে অনুমোদন দেয়। ১৯২০ সালে এক প্রভিন্সিয়াল আইনের মাধ্যমে টরোন্টো ট্রান্সর্পোটেশন কমিশন বা টিটিসি’র জন্ম নেয়। এই কমিশন ১৯২১ সালে শহরের ৯টি ভিন্ন ভিন্ন সার্ভিসকে একীভূত করে। এরপর ১৯২১ হতে ১৯৫৩ সালের মধ্যে টিটিসি ৩৫ টি নূতন রুটের সৃষ্টি করে এবং ২০টি রুটকে বাড়িয়ে নেয়। এছাড়াও টিটিসি ২৩ টি উপ-শহরীয় সার্ভিস চালু করেছিল। বিং ...

                                               

টোকিও সাবওয়ে

                                               

তেহরান মেট্রো

তেহরান মেট্রো ইরানের রাজধানী তেহরানকে সেবা প্রদানকারী দ্রুত পরিবহন ব্যবস্থা। এতে তিনটি লাইন ও ৫১টি স্টেশন আছে। ১৯৯৯ সালে এটি চালু হয়। ফেব্রুয়ারী ২০১৭ পর্যন্ত, পরিচালিত ৬টি মেট্রো লাইনের দৈর্ঘ্য ২৪৬.৮ কিমি, ১৩০ টি স্টেশন সহ। তেহরান মেট্রোতে সক্রিয় ওয়াগনের সংখ্যা ১৫০৭ যা ২১৬ ট্রেনের সমান যা প্রতিদিন গড়ে ২.৫ মিলিয়ন যাত্রী বহন করে। পরিকল্পনা আছে ১১ লাইনে বাড়ানোর।

                                               

লাহোর মেট্রো

লাহোর মেট্রো হল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর-এর একটি দ্রুত রেল পরিবহন ব্যবস্থা। লাহোর পাকিস্তানের দ্বিতীয় বৃহৎ শহর ফলে এই শহরে যাত্রী পরিবহনের জন্য লাহোর মেট্রো ব্যবস্থা গড়া হয়। এই মেট্রোর মোট দৈর্ঘ্য হল ৮২ কিমি ও স্টেশন সংখ্যা ৬০টি। মেট্রো ব্যবস্থাটিতে ৩টি মেট্রো রেল লাইনের প্রস্তাব করা হয়। ২৫শে ডিসেম্বর ২০১৭ সালে এই লাইনটি চালু হয়।

                                               

হাই স্পিড সারফেস ট্রান্সপোর্ট

হাই স্পিড সারফেস ট্রান্সপোর্ট একটি জাপানি ম্যাগলেভ ট্রেন সিস্টেম যা ইলেক্ট্রোম্যাগনেটিক লেভিটিন প্রযুক্তি ব্যবহার করে। জাপানের আইচি প্রিফেকচারে লিনিমো লাইন এইচএসএসটি প্রযুক্তি ব্যবহার করে।

আংকারা মেট্রো
                                               

আংকারা মেট্রো

আংকারা মেট্রো তুরস্কের রাজধানী আংকারাকে সেবা প্রদানকারী দ্রুত পরিবহন ব্যবস্থা। বর্তমানে এটিতে দুইটি মেট্রো লাইন আছে, যেগুলি আংকারে এবং আংকারা মেট্রো নামে পরিচিত। আরও আছে একটি শহরতলী রেল ব্যবস্থা। মেট্রোটির স্টেশনসংখ্যা ২২। আরও তিনটি লাইন নির্মাণের কাজ চলছে।

দ্যাগু সাবওয়ে
                                               

দ্যাগু সাবওয়ে

দাইগু সাবওয়ে দক্ষিণ কোরিয়ার ৪র্থ বৃহত্তম শহর দাউগু-কে সেবা প্রদানকারী দ্রুত পরিবহন ব্যবস্থা। ১৯৯২ সালে এটির নির্মাণকাজ শুরু হয় এবং ১৯৯৭ সালে এটি উদ্বোধন করা হয়। ২০০৫ সালে দ্বিতীয় একটি লাইনের নির্মাণকাজ সমাপ্ত হয়। ২০০৩ সালে অপরাধীরা এতে একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড ঘটায় এবং এতে প্রায় ২০০ লোক প্রাণ হারায়।

মোন্তেরেই মেট্রো
                                               

মোন্তেরেই মেট্রো

মোন্তেরেই মেট্রো মেক্সিকোর নুয়েবো লেওনের মোন্তেররেই শহরকে সেবা প্রদানকারী লাইট রেল দ্রুত পরিবহন ব্যবস্থা। এটি মেক্সিকোর মেট্রো ব্যবস্থাগুলির মধ্যে নবীনতম। ১৯৯১ সালে এর কার্যক্রম শুরু হয়। ২০০৮ সালের তথ্য অনুযায়ী মেট্রোটিতে ৭০টি বৈদ্যুতিক ট্রেন চলাচল করে এবং এগুলি বছরে প্রায় সাড়ে সাত কোটি যাত্রী পরিবহন করে।