Back

ⓘ হাদিছা
হাদিছা
                                     

ⓘ হাদিছা

হাদিছা ইরাকের আল আন্‌বার প্রদেশের একটি শহর। বাগদাদ শহর থেকে ২৫০ কিমি উত্তর-পাশ্চমে অবস্থিত। ২০০৫ সালে মার্কিন সেনাবাহিনী সেখানে এক হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে অভিযুক্ত হয়েছে। সুন্নি সম্প্রদায় অধ্যুসিত ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। একটি কৃষিপ্রধান অঞ্চল। জনসংখ্যা প্রায় ২৫,৭০০ জন। এখানে ইরাকের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত।