Back

ⓘ সেলাঙ্গর
সেলাঙ্গর
                                     

ⓘ সেলাঙ্গর

সেলাঙ্গর মালয়েশিয়ার ১৩টি রাজ্যের একটি । এটি মালয়েশিয়ার উপদ্বীপের পশ্চিম উপকূলে অবস্থিত। রাজধানী কুয়ালালামপুর, প্রশাসনিক শহর পুত্রজায়া এই সেলাঙ্গরেরই অংশ ছিলো। পরবর্তীতে এদেরকে আলাদা কেন্দ্র শাষিত হিসেবে মর্যাদা দেয়া হয়। সেলাঙ্গরের উত্তর-পূর্বে অঞ্চলে একটা সময় প্রচুর রাবার বাগান এবং হিংস্র জন্তুর অভয়ারন্যে ঘেরা পাহাড়ী বাগান ছিলো বলে জানা যায়। বাগান এবং খনি শ্রমিকরাই বাস করতো। ১৯৫০ এর পরে ব্রিটিশ সরকারের আমলে মালয়েশিয়ান চাইনিজরা ব্যাপকভাবে এখানে বসবাস শুরু করে। । ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমস উপলক্ষে কিছু অবকাঠামো তৈরী হয় ফলে জনসমাগমও বাড়ে।

                                     

1. নামকরন

সেলাঙ্গর নামকরনের প্রকৃত ইতিহাস অজানা। তবে স্থানীয় জনগনের মধ্যে প্রচলিত আছে যে মালয় শব্দ লাঙ্গু langau এক ধরনের মাছিকে বোঝায় যেগুলো রাজ্যের উত্তর পূর্ব পাশে বয়ে যাওয়া নদীর পার্শবর্তী ঝোপে পাওয়া যেতো।স্থানীয় এক যোদ্ধা এখানে বিশ্রাম নিতে এসে মাছির উপদ্রপ খেয়াল করেন কিন্তু তবুও তিনি নদীর তীরবর্তী পুরো এলাকা ঘুরে দেখেন এবং এলাকাটা তার খুব পছন্দ হয়। সেই প্রেক্ষাপটে এলাকার নাম দেন satu সে langau লাঙ্গ যার অর্থ বড় মাছি। অপরদিকে সেলাঙ্গ Salang তামিল শব্দের অর্থ শহর। সেখান থেকে এর নামকরন হতে পারে। কারো কারো মতে মেনটাঙ্গ mentangau. নামের এক ধরনের গাছের থেকে এই নামের উৎপত্তি।

                                     

2. বহি সংযোগ

  • Invest Selangor Berhad Official Website
  • Official Website of Online Shopping & Great Deals in Selangor, Malaysia - Everydayonsales
  • Rail map of Selangor
  • প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
  • Tourism Selangor Official Website
  • Geographical maps of Selangor
  • History of Selangor