Back

ⓘ শিল্পকলা পদক
শিল্পকলা পদক
                                     

ⓘ শিল্পকলা পদক

শিল্পকলা পদক বাংলাদেশের শিল্পীদের সম্মাননা পুরস্কার হিসেবে প্রবর্তন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে এই পুরস্কারটি দেওয়া হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত জাতীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি সংবিধিবদ্ধ সংস্থা। এই পুরস্কার বছরে একবার প্রদান করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় থিয়েটার হল মিলনায়তনে রাষ্ট্রপতি এই পদক প্রদান করেন। এর সাথে পুরস্কার হিসেবে থাকে ৳১০০০০০, একটি সার্টিফিকেট ও একটি উত্তরীয়।

                                     

1. ইতিহাস

এটি বাংলাদেশের একটি জাতীয় কার্যক্রম। দেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য গুণীজন এবং তাদের কর্মকে চিহ্নিত করে সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও বিকাশ সাধনের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শিল্পকলা পদক প্রদান নীতিমালা অনুযায়ী বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক ‘শিল্পকলা পদক’ প্রদান করা হয়ে থাকে। ২০১৩ সালে সর্বপ্রথম এই পদক প্রদান করা শুরু হয়।

                                     

2. পদক প্রদানের বিষয়

১২ টি ক্ষেত্রে শিল্পীদের অবদানের জন্য তাদের পুরস্কৃত করা হয়। এগুলো হলো কন্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্যকলা, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র, সৃজনশীল সংগঠক, সংস্কৃতি গবেষক ও লোকসংস্কৃতি। তবে প্রতিবছর এর মধ্য থেকে সাতটি বিষয়ে এ পদক প্রদান করা হয়ে থাকে। প্রতিবছর কমিটি বিষয়সমূহ নির্বাচন করে থাকে।

                                     

3. পদক প্রদানের পদ্ধতি

প্রতিবছর শিল্পকলা একাডেমির মহাপরিচালক, একাডেমির সচিব, একাডেমির ৬ জন পরিচালক,৭ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের ১ জন প্রতিনিধি সমন্বয়ে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটি পদক প্রদানের ক্ষেত্র এবং পদকের জন্য গুণীজন নির্বাচন করে থাকেন।