Back

ⓘ রুবি দানিয়েল
                                     

ⓘ রুবি দানিয়েল

রুবি "রিভকা" দানিয়েল ভারতীয় নৌসেনায় যোগদানকারী প্রথম মালয়ালম মহিলা ও কোচি ইহুদী সম্প্রদায়ের প্রথম প্রকাশিত মহিলা লেখক ছিলেন। ১৯৮২ ও ১৯৯৯ এর মধ্যে উনি ১২০টিরও বেশি মালয়ালম-ইহুদী মহিলাদের গান ইংরেজিতে অনুবাদ করেন।