Back

ⓘ কোথ (উদ্ভিদ)
কোথ (উদ্ভিদ)
                                     

ⓘ কোথ (উদ্ভিদ)

কোথ হচ্ছে এস্টারাসি পরিবারের উদ্ভিদের একটি প্রজাতি। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী আইনের তফসিল-৪ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

                                     

1. বিবরণ

কোথ একটি ঔষধি উদ্ভিদ হিসাবে চাষ করা হয় ভারতের হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরে।এর কারণ হলও হিমালয় অঞ্চল পাহাড়ী অঞ্চল বলে এই গাছ দ্রুত প্রসার লাভ করে। জুলাই থেকে আগস্টে সাধারণত ফুল ফুটে। আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ফুল থেকে বীজ হয়।