Back

ⓘ বোর্নিওবাসী বনমানুষ
বোর্নিওবাসী বনমানুষ
                                     

ⓘ বোর্নিওবাসী বনমানুষ

বোর্নিওবাসী বনমানুষ বা বোর্নিয়ান ওরাং ওটাং এক প্রজাতির বনমানুষ যা বোর্নিওর স্থানীয়। সুমাত্রীয় বনমানুষের সঙ্গে এটি এশিয়ায় বড় নরবানরের একমাত্র গণের প্রজাতি। অন্যান্য বড় নরবানরের মতোই ওরাং ওটাংরা হয় অত্যন্ত বুদ্ধিমান। বন্য পরিবেশে এদের মধ্যে উন্নত অস্ত্রব্যবহার এবং স্বতন্ত্র সাংস্কৃতিক ধারার দেখা পাওয়া যায়। এদের ডিএনএ মানুষের সাথে ৯৭ শতাংশই মিল আছে।